E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাঁদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

২০২৩ ফেব্রুয়ারি ২২ ১২:১৪:০৯
চাঁদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল।

নিহতরা হলেন- হাবিবুর রহমান (২৫), মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার (২৫) ও মাহাবুব প্রধানীয়া (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক পার্কিং করে পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান চালক। ট্রাক পার্কিং অবস্থায় একটি অটোরিকশা ওভারটেক করতে গেলে অপরদিক থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হন।

নিহত হাবিবুর রহমানের চাচা ওসমান গনি বলেন, ‘ভাতিজা ভোরে ঢাকার উদ্দেশ্যে বের হয়। বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেকআপের জন্য সে ঢাকা যাচ্ছিল। পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলো।’

অভিযোগ করে তিনি বলেন, ‘বোগদাদ পরিবহন বেপরোয়া গতিতে চলায় প্রতিমাসেই কারও না কারও প্রাণহানি ঘটছে। বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

নিহত মাহবুব প্রধানীয়ার ভাই রফিকুল ইসলাম বলেন, ‘ভাই চাঁদপুর পৌর শহরের একটি হোটেলে কাজ করতেন। ভোরে তিনি বাড়ি থেকে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে দুর্ঘটনার শিকার হন ভাই। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ চাই।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বাস, ট্রাক ও অটোরিকশা থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test