E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০২৩ ফেব্রুয়ারি ২৩ ১৮:৫৪:৪৫
ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধাকে হামলার প্রতিবাদ ‌ এক সংবাদ সম্মেলন আজ বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন বীরমুক্তিযোদ্ধা মো: আইয়ুব আলী (অবঃ সি: ওয়ারেন্ট অফিসার), বাংলাদেশ সেনাবাহিনী, লিখিত বক্তব্যে তিনি জানান , আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে জানাচ্ছি যে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্ট, জয়দেবপুর ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে মেজর জেনারেল কে.এম. শফিউল্লাহ- এর নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। আমার মুক্তিযোদ্ধা সেনা-গেজেট-৩৭০৩, লাল মুক্তিবার্তা গেজেট-০১০৮০৭০৪৭৯, বেসামরিক গেজেট-১৩৯৭ ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ডাকে সাড়া দিয়ে দেশ-মাতৃকার টানে, জীবন এবং পরিবারের মায়া তুচ্ছ করে বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করি। মহান যুদ্ধ শেষে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি এবং ২০০০ সালে অবসর গ্রহণ করি। বর্তমানে আমার বয়স ৭৪ বছর। বিগত ১৬/০১/২০২৩ তারিখে ভাংগা উপজেলা কমপ্লেক্সে, সাবেক মন্ত্রী, বর্তমান মাননীয় এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির ঢাকা বিভাগীয় সভাপতি জনাব শাহজাহান খান-এর উপস্থিতিতে আমি ৫ নং সাক্ষী হিসেবে উক্ত যাচাই-বাছাই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পূর্বমুহূর্তে উপজেলা কমপ্লেক্স-এর গেটে প্রবেশমুখে কতিপয় যুবক আমার গতিরোধ করে আমাকে আক্রমণ করে এবং গুরুত্বর জখম করে।

তারপরেও আমি আহত অবস্থায়, সঠিক মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের স্বার্থে কমপ্লেক্স অভ্যন্তরে প্রবেশ করি এবং সভাপতি জনাব শাহজাহান খান সাহেবকে বিষয়টি অবহিত করতঃ তাঁর কাছে বিচার প্রার্থনা করি। তিনি আমাকে আইনের আশ্রয় নিয়ে মামলা করতে বলেন। পরবর্তীতে আমি চিহ্নিত যুবকদের বিরুদ্ধে ভাংগা থানায় একটি মামলা দায়ের করি, যার নম্বর: ২৩/২৩, তারিখ: ২৪/০১/২০২৩ খ্রি.। সাক্ষী প্রমাণ হিসেবে উপজেলা কার্যালয়ের ১৭নং সিসি ক্যামেরায় রেকর্ডকৃত হামলার ভিডিও ফুটেজ দাখিল করেছি। যেখানে আসামী হিসেবে (১) মিজানুর রহমান মিজান (৩৫), (২) টিটু বেপারী (৩৮), অজ্ঞাত আরও ৭/৮ জন। প্রকাশ থাকে যে, বেশকিছুদিন যাবৎ তাহারা আমার বিরুদ্ধে অপপ্রচার ও বিভিন্ন মামলায় জড়ানোর মিথ্যা অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে। এ সময় উপস্থিত ছিলেন তার দুই পুত্র মোহাম্মদ জান্নাতুল ইসলাম নাঈম, শাহাবুদ্দিন রনি।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test