E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন

২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১৪:৪২:১৬
মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন

জাহেদ সরওয়ার, কক্সবাজার : মহেশখালীর বরেণ্য ব্যক্তিত্ব মরহুম অ্যাডভোকেট মওদুদ আহমদ ও আমিনা মওদুদ এর প্রথম পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মুহিব্বুল্লাহকে (৬৫) আজ শুক্রবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তিনি গত ২১ ফেব্রুয়ারী হঠাৎ ব্রেইন স্ট্রোক করে কক্সবাজার ইউনিয়ন হসপিটালে আইসিউতে চিকিৎসারত ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুল্যান্স করে ঢাকার নিউরোসায়েন্স হসপিটালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৩ টায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভিড় করেন পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। স্ত্রী, ২ শিশুপুত্র, ১ কন্যা’সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বাদে আছর কক্সবাজার ঈদগাহ ময়দানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকাল ১০ টায় বড় মহেশখালী মিয়াজির পাড়াস্থ পশ্চিম কবরস্থানের মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে কক্সবাজার ও মহেশখালী বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।

(জেএস/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test