E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০২৩ ফেব্রুয়ারি ২৪ ১৮:০১:৫০
বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সৈয়দপুর বাজার খেলার মাঠে বিকাল থেকে রাত পর্যন্ত এই সম্মেলনের কার্যক্রম চলে।

সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শাহজাহান শেখের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর রহমান তুষারের পরিচালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. এলেম শেখ, সদর ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুল ওহাব তারা মোল্যা, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি মো. শফিকুল ইসলাম কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস এবং বিশেষ বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো. আনিচুজ্জামান আনিস প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথির উপস্তিতিতে আগামী তিন বছরের জন্য বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি হিসেবে মো. শাহজাহান শেখ ও সাধারণ সম্পাদক হিসেবে মো. সজল শেখকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রধান অতিথি বলেন বাংলাদেশের রাজনীতিতে বসন্তকালের মত অনেকেই আসবে। আবার গরমকালে চলে যাবেন। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতা। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিয়েছেন বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি। আওয়ামী লীগ সরকারই যে সময় ক্ষমতায় থাকে এদেশের মানুষ শান্তিতে চলতে পারে ঘুমাতে পারে। শেখ হাসিনা সরকার এদেশে কৃষি, শিক্ষাসহ সকল পর্যায়ে উন্নয়ন করেছেন। বিদ্যুৎ শতভাগ করেছেন। অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি দিয়েছেন এবং গৃহহীনদের ঘর করে দিয়েছেন।

করোনা মহামারিতে দেশের ক্লান্তিলগ্নে সবকিছু স্বাভাবিক রেখেছেন। করোনার ভ্যাকসিন দিয়ে শেখ হাসিনা ভ্যাকসিন হিরো হিসেবে খ্যাতি পেয়েছেন। আমি গত দুইবার ফরিদপুর-১ আসনের এমপি হয়ে আপনাদের পাশে ছিলাম। এখনো সময় পেলেই এলাকায় আপনাদের মাঝে চলে আসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে যদি আপনারা ম্যান্ডেট দেন তাহলে বাংলাদেশ সব ক্ষেতেই আরো স্বয়ংসম্পন্ন হবে ইনশাআল্লাহ। আর আমি যদি তাঁর পাশে থাকতে পারি তাহলে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলাকে মডেল হিসেবে তৈরি করবো।

(কেএফ/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test