E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে সড়ক দুর্ঘটনা

৩৩টি লাশ হস্তান্তর, তদন্ত কমিটির কাজ শুরু

২০১৪ অক্টোবর ২১ ১৮:৩৪:৪২
৩৩টি লাশ হস্তান্তর, তদন্ত কমিটির কাজ শুরু

নাটোর প্রতিনিধি : নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানিয়েছেন, নিহতদের প্রায় সকলেই জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার অধিবাসী হওয়ায় নিহতের স্বজনদের সুবিধার কথা বিবেচনা করে বনপাড়া হাইওয়ে  পুলিশ ফাঁড়ি থেকে লাশ গুলো হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যেই ৩৩ টি লাশ হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনায় নিহত এলজিইডির গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমানের (৬০) লাশ রাতেই উপজেলা প্রশাসন তার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে পাঠানো হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান এই প্রতিবেদককে জানিয়েছেন, ঘটনার পরপরই যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলীর নেতৃত্বে যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী গত রাত থেকেই কমিটি তাদের তদন্ত কাজ শুরু করেছে স্বীকার করলেও এখনই বিস্তারিত জানাতে রাজি হন নাই।

(এমআর/এএস/অক্টোবর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test