E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মহাসড়কে দ্রুত ওভারটেকিং প্রাণ নিয়েছে ৩৩ জনের’

২০১৪ অক্টোবর ২১ ১৮:৪৪:৩৪
‘মহাসড়কে দ্রুত ওভারটেকিং প্রাণ নিয়েছে ৩৩ জনের’

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে ৩৩জন নিহত ও অর্ধশত আহত হওয়ার ঘটনা অনুসন্ধানে জানা গেছে বাস ট্রাকসহ অন্য যানবাহনের মহাসড়কে দ্রুত ওভারটেকিং এর কারনেই প্রাণ গেছে এই ৩৩ জনের।

দুর্ঘটনা কবলিত ঢাকার কোচ কেয়া পরিবহনের পিছনে প্রাইভেটকার নিয়ে আসা বড়াইগ্রামের ব্যবসায়ী মাজেদুল ইসলাম নয়ন জানিয়েছেন, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কোচ কেয়া পরিবহন রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটির সামনে একই দিকে যাওয়া অপর একটি ট্রাককে অভারটেক করে সামনে যাওয়ার সময় হঠাৎ বিপরীত দিক থেকে আসা অথৈ পরিবহনকে দেখতে পায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে কেয়া পরিবহন সজোরে অথৈ পরিবহনকে আঘাত করে।

এ সময় বিকট শব্দে বাস দুটি মুখোমুখি সংঘর্ষের পর মহাসড়কের দুই পাশের দুটি গর্তে সিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনার সময় রাস্তা ও আশে পাশে আহত ও নিহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। এ সময় আহতদের আর্তচিৎকার ও দুর্ঘটনার শব্দে শত শত এলাকাবাসী উদ্ধার করতে ছুটে আসে। খবর পেয়ে নাটোর, লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিস ও থানা এবং হাইওয়ে পুলিশ এলাকাবাসীর সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়।

এদিকে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানিয়েছেন, নিহতের স্বজনদের সুবিধার কথা বিবেচনা করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লাশ গুলো হস্তান্তর করা হচ্ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৩ টি লাশ হস্তান্তর করা হয়েছে। নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান জানিয়েছেন, ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলীর নেতৃত্বে যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী বলেছেন, গত রাত থেকেই কমিটি তাদের তদন্ত কাজ শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হন নাই।

(এমআর/এএস/অক্টোবর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test