E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে স্বর্ণপদক প্রদান 

২০২৩ ফেব্রুয়ারি ২৬ ১৬:৩১:০৮
ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে গণিতে স্বর্ণপদক প্রদান 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের সরকারি রাজেন্দ্র  কলেজে দশম বারের মতো গণিতে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় আনন্দঘন অনুষ্ঠানে সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গণিতে উৎকৃষ্ট ফল অর্জনের জন্য দুই কৃতি ছাত্রীকে এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠা এ, এফ, মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সালে থেকে এই পুরস্কার দেয়া হয়ে আসছে। এ বছর ১০ম বারের মত এই পুরস্কার প্রদান করা হয়।

২০১৯ সালের স্নাতকোত্তর এবং ২০২০ সালে স্নাতক পর্যায়ের পরীক্ষায় এই কলেজে সর্বোচ্চ ফল অর্জনকারী দুই ছাত্রী যথাক্রমে মমতাজ জাহান এবং বন্যা কুন্ডু এবার এই পুরস্কার লাভ করেন। উভয়ে এক ভরি ওজনের স্বর্ণ পদক এবং মমতাজ পনেরো হাজার ও বন্যা দশ হাজার টাকা পুরস্কার প্রাপ্ত হন।

রাজেন্দ্র কলেজের শহর শাখায় গণিত বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মাদ ফয়জুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যে বর্ণবাদ বিরোধী আন্দোলন ও এশিয়ানদের স্বার্থ রক্ষা আন্দোলনের নেতা মোহাম্মাদ ইদ্রিস, পরিচালক, বার্মিংহাম এশিয়ান রিসোর্স সেন্টার, যুক্তরাজ্য এবং ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা থর্সডাল রহমান।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপধ্যাক্ষ প্রফেসর এস, এম, আব্দুল হালিম এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আযম দৈনিক প্রথম আলো পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক পান্না বালা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী রূপকথা আহমেদ ও অমিত ঘোষ।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test