E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রয়াত ইউপি সদস্য বাবার অসমাপ্ত কাজ করতে চান ছেলে জসিম 

২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৫:০৮:১৫
প্রয়াত ইউপি সদস্য বাবার অসমাপ্ত কাজ করতে চান ছেলে জসিম 

আসাদ সবুজ, বরগুনা : বরগুনার তালতলী উপজেলার ৫নং বড়বগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড হরিনখোলার ইউপি সদস্য মোঃ আবদুস ছোমেদ মোল্লা গত ২১ জানুয়ারি মারা গেছেন। তার মৃত্যুতে এ ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) পদটি শূন্য রয়েছে। ছোমেদ মোল্লা মারা যাওয়ায় অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সমর্থকরা তার ছেলে মোঃ জসিম মোল্লাকে জোর করে ইউপি সদস্য পদে নির্বাচন করতে বাধ্য করেছেন।

জানা গেছে, হরিনখোলা, চরপাড়া ও সওদাগরপাড়ায় মোট চার জন ইউপি সদস্য পদে নির্বাচনে আগ্রহী আছেন। তারা হলেন, প্রয়াত (ইউপি সদস্য) মোঃ আবদুস ছোমেদ মোল্লার ছেলে মোঃ জসিম উদ্দিন মোল্লা, সাবেক ইউপি সদস্য নুর আলম, মোঃ শাহ আলম ও রিয়াজ। এ চারজনের মধ্যে এলাকার লোকজন প্রয়াত মেম্বর ছোমেদ মোল্লার ছেলে জসিম মোল্লাকে নির্বাচনে জয়ী করে বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করার সুযোগ দিবেন বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের সিংহভাগ ভোটারগণ। আর এতে সহমত প্রকাশ করেছেন বর্তমান প্রার্থীরাও। জসিম মোল্লা সৎ, শিক্ষিত, নির্ভিক, পরোপকারী বলেই তাকে ইউপি সদস্য (মেম্বর) পদে জয়ী দেখতে চান হরিনখোলা, চরপাড়া ও সওদাগর পাড়া এলাকাবাসী।

এ ইউনিয়নের মানুষকে শিক্ষিত করতে ছোমেদ মোল্লা বেঁচে থাকতে হরিনখোলা সি.এন.এ দাখিল মাদ্রাসা করে গেছেন। যেকারনে হরিনখোলা, চরপাড়া ও সওদাগরপাড়ায় অনেক মানুষ শিক্ষিত হয়েছেন। এছাড়াও তিনি ছিলেন একজন ভালো মনের অধিকারী। যার প্রমান তার এলাকার লোকজন।

এ ব্যাপারে তালতলী উপজেলার ৫ নং বড়বগী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, মোবাইল ফোনে ছোমেদ মোল্লার কথা বলে শেষ করা যাবেনা। আপনারা আসেন তার গুনের কথা সামনা সামনি বলবো।

(এএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test