E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

একসঙ্গে চার সন্তানের মা হলেন শারমীন

২০১৪ অক্টোবর ২১ ২১:১২:৪৭
একসঙ্গে চার সন্তানের মা হলেন শারমীন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়ার একটি ক্লিনিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শারমীন আক্তার নামে এক গৃহবধূ।

চার সন্তানের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর পাড়ের সেবা ক্লিনিকে এ ঘটনা ঘটে। মা ও চার সন্তান সবাই সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সেবা ক্লিনিকের মালিক ডা. বজলুর রহমান জানান, মঙ্গলবার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী শারমীন আক্তার প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে ভর্তি হন। কিছু জটিলতার কারণে চিকিৎসক সিজারের মাধ্যেমে তার অস্ত্রোপচার করেন।গাইনি চিকিৎসক খালেদা আখতারের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়।

ডা. খালেদা জানান,মা ও চার সন্তানের সবাই সুস্থ আছেন।তারপরও নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় নবজাতকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

(ওএস/এটিআর/অক্টোবর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test