E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নরসিংদীতে ‘আত্মকেন্দ্রিক ও নিভৃতচারী’ নামে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

২০২৩ মার্চ ০১ ১৮:৪৩:২৯
নরসিংদীতে ‘আত্মকেন্দ্রিক ও নিভৃতচারী’ নামে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

গৌরাঙ্গ দেবনাথ অপু, নরসিংদী থেকে ফিরে : নরসিংদীতে অমর একুশে বই মেলার সমাপনী দিনে এক আড়ম্বরপূর্ণ নান্দনিক অনুষ্ঠানে তরুণ লেখক ও বাচিক শিল্পী পুলক আহমেদ রচিত 'আত্মকেন্দ্রিক ও নিভৃতচারী' নামে দুটি গ্রন্থের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা প্রশাসন আয়োজিত বই মেলার সমাপনী দিনে বিশিষ্টজনদের উপস্থিতিতে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে বই মেলার সমাপনী অনুষ্ঠানে 'প্রধান অতিথি' ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখি। এতে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফজল-ই-খোদা, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম ৭১ এর সভাপতি, মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান।

পরে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এবারের বই মেলায় এই প্রথম বারের মতো বের হওয়া স্থানীয় তরুণ লেখক ও বাচিকশিল্পী (নবীনগরের সন্তান) পুলক আহমেদের 'আত্মকেন্দ্রিক ও নিভৃতচারী' নামে দুটি গ্রন্থের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ মঞ্চের আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় 'আমন্ত্রিত অতিথি' হিসেবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আগত নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস এবং নবীনগরের কথার সম্পাদক ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।

এ ছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বই মেলা উদযাপন পরিষদের সদস্য ও ভাই গিরিশ চন্দ্র পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহীনূর মিয়া, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল, নবীনগরের পৌর আওয়ামীলীগ নেতা নূর আলম উপস্থিত ছিলেন। এসময় লেখকের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দের সকলের হাতে বই দুটি তুলে দেয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্থানীয় শিক্ষক ও বাচিকশিল্পী আলতাফ হোসেন। পরে অতিথিবৃন্দ বই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনু্ষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশ নেন।

এর আগে দুপুরে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু ও নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নূর আলম নরসিংদীতে এসে পৌঁছলে লেখক পুলক আহমেদ ও তাঁর স্ত্রী খাদিজা বিনতে খোরশেদ লীনার নেতৃত্বে শাকূর-পুলক পাঠক ফোরামের সদস্যরা তাঁদেরক ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে একটি অভিজাত রেস্তোরায় মধ্যাহ্নভোজ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা প্রশাসন আয়োজিত নান্দনিক ও দৃষ্টিনন্দন অমর একুশে বই মেলায় থাকা 'শাকূর-পুলক পাঠক ফোরাম' এর বুক স্টলটি পরিদর্শন করেন মেয়র শিব শংকর দাস ও সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।

এ সময় শাকূর পুলক পাঠক ফোরামের বুক স্টলে অতিথিদ্বয়ের আগমণের খবর পেয়ে নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের নরসিংদী প্রতিনিধি নূরুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন উজ্জ্বল, মাধবদীর বিশিষ্ট ব্যবসায়ী (নবীনগরের সন্তান) বিষ্ণুপদ দাস, ভোলাচংয়ের অমৃত দাস সেখানে ছুটে আসেন। এ সময় বুকস্টলে প্রাণবন্ত এক আড্ডায় অতিথিদের সঙ্গে 'পাঠক ফোরামের সদস্যরাও স্বতস্ফুর্তভাবে যোগ দেন।

(জিডি/এসপি/মার্চ ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মার্চ ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test