E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম এর বনভোজন, কর্মব্যস্ততা ভুলে পাহাড়ে চুড়ইভাতি

২০২৩ মার্চ ০২ ০১:০৯:১১
মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম এর বনভোজন, কর্মব্যস্ততা ভুলে পাহাড়ে চুড়ইভাতি

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : যান্ত্রীক জীবনে মফস্বল সাংবাদিকদের কর্মব্যস্ততা একটু বেশি। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম কর্মীদের সীমাবদ্ধতার জায়গাটাও যেন দিন দিন বেড়েই চলেছে। মাঠে-ময়দানে পাহাড়ে-সমতলে কিংবা নগর থেকে গ্রামীণ জনপদে প্রতিনিয়ত খবরের খোঁজে সাংবাদিকদের লড়াই-সংগ্রাম। এই সীমাবদ্ধ গণ্ডি থেকে বেরিয়ে নৈসর্গিক দৃশ্যকে অবলোকন করার জন্য কর্মব্যস্ততা ভুলে মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ’’মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম’’ এর পাহাড়ের পাদদেশে বর্ণিল বনভোজন আয়োজন। বনভোজন আনন্দের উৎস হলেও এটি শারীরিক, মানসিক বিকাশেও ব্যাপক ভূমিকা রাখে। শহুরের একঘেঁয়ে জীবনে অস্বস্তি এড়িয়ে নানা বয়সীদের নিয়ে বিনোদনের জন্যই এমন আয়োজন।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ছিলো মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক ফোরাম এর বনভোজন। জেলার সাংবাদিক ও সাংবাদিকতার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাতাকুড়ির দেশ পত্রিকা কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় বাসযোগে আয়োজনের শুরুটা হয়। আয়োজনটা টেলিভিশন সাংবাদিকদের হলেও ছিলেন দেশসেরা বিভিন্ন জাতীয় দৈনিকের প্রতিনিধিদের উচ্ছাসভরা প্রাণবন্ত অংশগ্রহণ। ছোট কিংবা বড় সবার গায়ে ছিলো সংগঠনটির লগোযুক্ত টি-সার্ট। গন্তব্য নৈসর্গি সৌন্দর্যে ভরপুর, উঁচুনিচু পাহাড়,বিস্তৃর্ণ সবুজঘণ বন বেষ্টিত চাবাগান ঘেরা পর্যটন উপজেলা শ্রীমঙ্গলের এমআর খান চাবাগান। সকাল সাড়ে ১০টায় যখন বনভোজনে অংশ নেয়াদের নিয়ে চাবাগানের গন্তব্য’র পথে চলছিলো বাস, তখন সীটে বসা সবাইকে পুরো পথ গানে-গল্পে আর আড্ডায় মাতিয়ে রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বাংলাভিষনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন। যাত্রা পথে তুমুল এ আড্ডায় একে যুক্ত হন দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও দৈনিক মানবজমিনের স্টাফ রিােপর্টার মু.ইমাদ উদ-দীন। আর সঞ্চালনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সদস্য সচিব ও এখন টেলিভিশনের প্রতিনিধি এম,এ হামিদ।

পাহাড়-প্রকৃতি দেখতে দেখতে আর আনন্দ উল্লাসে চলতি পথের সমাপ্তি শেষে সকাল সাড়ে ১১টায় বাস থামে এমআর খান চাবাগানের ভিতরে। এর পর একে একে সবাই পায়ে হেটে শরীর শিউরে উঠা পাহাড়ের পাদদেশে গিয়ে একত্রিত হন। শুরু হয় বনভোজের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। শুরুতেই ডেলিগেটদের শুভেচ্ছার পাশাপাশি আয়োজন নিয়ে ব্রিফ করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিবির স্টাফ করেসপন্ডেন্ট এসএম উমেদ আলী। স্বাগত বক্তব্য রাখেন,টেলিভিশন সাংবাদিক ফোরাম এর আহবায়ক, এটিএন বাংলা ও এটিএন নিউজের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ। বক্তব্য সেশন শেষে শুরু হয় চোখ বেঁধে হাড়িভাঙ্গা, বাস্কেটবল, রশিটানা, আর শেষ হয় রাফেল ড্র দিয়ে। এ পর্বে অংশ নেয়াদের ছিলোনা কোন বয়সের তারতম্য। যুবক থেকে বৃদ্ধ। সাংবাদিক থেকে অতিথি সবাই যেন বয়স ভুলে ছন্দময় তারুণ্যে মেতে উঠেন। সব মিলিয়ে আয়োজনকে নান্দনিক আর বৈচিত্রময় করতে আয়োজকদের যে কোন কমতি ছিলোনা সেটি ছিলো লক্ষণীয়। এ আয়োজন বিভেদ ভুলে সাংবাদিকদের এক আর ঐক্যবদ্ধ হওয়ারই যেন বার্তা।

বনভোজনের দ্বিতীয় পর্বে খাওয়া-দাওয়া শেষে শুরু হয় রাফেল ড্র আর নানা ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণী পর্ব। পুরস্কার বিতরণ শেষে যখন সূর্য অস্তমিত। ঠিক তখনই আনন্দে অনেকটা ভাটা পড়ে। কারণ সবুজ অরণ্য ঘেরা জনপদ কিছুক্ষণ পরই অন্ধকারে আচ্ছাদিত হয়ে যাবে। অতপর খেলা,খাওয়া,আড্ডা আর প্রকৃতি প্রেমের সমাপ্তি শেষে যার যার গন্তব্যে ফেরার পালা।

বনভোজনে অংশ নেয়া সাংবাদিকরা হলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমেদ.সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ডা. ছাদিক আহমদ,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বাংলাভিষনের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এসএম উমেদ আলী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি বকসী মিছবাউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আজাদুর রহমান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,নিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ-দীন. শ্রীমঙ্গল প্রতিনিধি এম ইদ্রিস আলী, কমলগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যায়যায়দিন এর জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, দৈনিক কালের কন্ঠের কমলগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাকের কমলগঞ্জ প্রতিনিধি নুরুল মোহাইমিন মিল্টন, দৈনিক সমকাল এর কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জণ দেবনাথ, দৈনিক বাংলা ৭১’র জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম, ওয়ান টিবি’র (লন্ডন) মৌলভীবাজার প্রতিনিধি বদরুল ইসলাম, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি এস আর অণি চৌধুরী,সাংবাদিক জয়নাল ইসলাম, বাংলা ভিষনের ক্যামেরা পার্সন এম. আব্দুল্লাহ ও মঞ্জু বিজয় চৌধুরী।

পাহাড়ী জনপদে টেলিভিশন সাংবাদিকদের বর্ণাঢ্য আয়োজনকে বর্ণিল করতে সাংবাদিকদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্ব। তারা হলেন, লেখক ও গবেষক সাদেক আহমদ,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা কাইয়ুম তালুকদার,সুইডেন প্রবাসী ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল খালিক ও এমআর খান চাবাগানের ব্যবস্থাপক উত্তম কুমার সিনহা।

(একেএমজি/এএস/মার্চ ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test