E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অভিজ্ঞতা ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

২০২৩ মার্চ ০২ ১৬:০৯:০৩
ফরিদপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অভিজ্ঞতা ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : ডিজ্যাবিলিটি ইনকুসিভ ভকেশনাল ট্রেনিং এন্ড ইয়্যূথ এমপ্লয়মেন্ট (টিও-১২) প্রকল্পের অধীনে উন্নয়নের মূলধারায় ফরিদপুর জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণে কারিগরি ও বৃক্তিমূলক প্রশিক্ষণের অভিজ্ঞতা ভূমিকা নিয়ে দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এফসিডিও/ইউকে এইড এর অর্থায়নে এবং এডিডি ইন্টারন্যাশনাল আয়োজিত,(২ মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহরের ডোমরাকান্দী ব্র্যাক লানিং সেন্টারে দিনব্যাপী মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রকল্পে সম্পৃক্ত প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবক এবং এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেনী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

ফরিদপুর সূর্যোদয় বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল কুদ্দুস মোল্লার সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

এডিডি ইন্টারন্যাশনালের ফিল্ড-কো- অডিনেটর মোঃ আসাদুল্লাহর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদুর রহমান মৃধা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, ইনস্টিটিউট অব মেরিন আটেকনোলজি অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মোঃ নাঈম, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন, সরকারী কমিশনার মোঃ সাজিদ - উল মাহমুদ।

প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জসিম মাতুব্বর, নাসিমা বেগম, মোঃ সোহাগ শেখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার এস. এম. সুজাউদ্দিন রাশেদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আসাদুল্লাহ, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক প্রবীর কান্তি বালা (পান্না), রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।

অনুষ্ঠানটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন এডিডি ইন্টারন্যাশনালের পলিসি এ্যাডভোকের্সি কো-অডিনেটর মাহফুজ এ মাওলা।

(ডিসি/এসপি/মার্চ ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test