E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের জালসা বন্ধের দাবিতে বাসা বাড়িতে আগুন সড়ক অবরোধ

২০২৩ মার্চ ০২ ১৯:০০:৫১
পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের জালসা বন্ধের দাবিতে বাসা বাড়িতে আগুন সড়ক অবরোধ

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের বার্ষিক সালানা জালসা বন্ধের দাবীতে একদল উশৃঙ্খল ধর্মান্ধরা আহমদিয়া মুসলিম জামায়াতের আবাসিক এলাকায় আগুন দিয়ে ৩টি বাড়ি পুড়ে দিয়েছে। এ সময় ভাংচুর করা হয়েছে আরও ছয়টি বাসা বাড়ি, ক্ষয়ক্ষতি করা হয়েছে কবরাস্থানের। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় পঞ্চগড় আহমদ নগর গ্রামে ঘটনা ঘটে।

ওই গ্রামে বসবাসরত আহমদিয়া মুসলিম জামায়াতের লোকজনরা প্রতিবছর ওই গ্রামে তাদের নিজস্ব সম্পত্তি স্থাপিত সুরক্ষিত স্থানে এই সালনা জলসা করে আসছে। এবার এই জলসার তারিখ নির্ধারণ হবার পর একদল মুসল্লি তাদের সলনা জলসা বন্ধের দাবীতে পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আব্দুল করিমের নেতৃত্ব বৃস্পতিবার সকাল ১১টার দিকে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। দীর্ঘ ৫ ঘন্টা সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে।

বিকাল সাড়ে তিনটার দিকে একদল উশৃঙ্খল মুসল্লি মিছিল সহকারে আহমদ নগর গ্রামে প্রবেশ করে আহমদিয়া জামায়াতের বাড়িঘরে ভাংচুর চালায়, তারা ৩টি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতি করেছে কবরাস্থানের।খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। অপরদিকে পুলিশ সড়কে অবস্থানকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। সকল প্রকার কর্মকান্ডে নেতৃত্ব দিচ্ছে খতিব মুফতি আব্দুল করিম এবং হাফেজ মীর মোর্শেদ তুহিন নামের একব্যক্তি।

এ বিষয়ে আহমদিয়া মুসলিম জামায়াতের মিডিয়া সেলের দায়িত্বে থাকা আহমদ তাবসির চৌধুরী বলেন, ‘আমরা প্রতিবছর দেশ বিদেশের বিভিন্ন স্থানে সালনা জলসা করে আসছি, কোন সমস্যা হয়না,সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করছেন। পঞ্চগড় প্রশাসনও আমাদের নিরাপত্তা নিশ্চত করার কথা। আকস্মিক হামলা, ভাংচুর, আগুন। আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা(পিপিএম সেবা)বলেন, ‘রাষ্ট্রের সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের,কোন প্রকার বিশৃঙ্খলা,অপরাধ বরদাস্ত করা হবে না,অভিযোগ পেলে অপরাধি যে হোক তাকে ছাড় দেওয়া হবে না।’

উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ফ্রেবুয়ারি আহমদিয়া মুসলিম জামায়াতের সলনা জলসাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ সহযোগিতায় ওই সময় ২০বাড়িতে আগুন দিয়েছিল দুষ্কৃতিকারী। ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় ২কোটি টাকার সহায় সম্পত্তি। প্রতিবছরের মত এবারও পঞ্চগড়ের আহমদ নগরে সালানা জালসার আয়োজন করেছে আহমদিয়া মুসলিম জামায়াত। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। তিন দিনব্যাপী এই জালসা শুক্রবার (৩ মার্চ) থেকে শুরু হবে।

(আর/এসপি/মার্চ ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test