E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানসিক প্রতিবন্ধীদের নিয়ে আনন্দ ভ্রমণ-বনভোজন

২০২৩ মার্চ ০৪ ১৮:০৩:৩৩
মানসিক প্রতিবন্ধীদের নিয়ে আনন্দ ভ্রমণ-বনভোজন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার মানসিক প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রমী আনন্দ ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পৌরসভার মেয়র আশরাফুল আলম শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জোহান ড্রীম ভ্যালী পার্কে এই আনন্দ ভ্রমণ ও বনভোজনের আয়োজন করে। এ সময় খেলা-ধূলা, নাচ-গানসহ বিভিন্ন কুইজে মেতে ওঠে ওইসব সুবিধাবঞ্চিত মানসিক প্রতিবন্ধীরা।

মেয়র আশরাফুল আলম বলেন, মানসিক প্রতিবন্ধীরা আর দশটি মানুষের মতোই আনন্দ বিনোদন উপভোগ করতে চায়। কিন্তু আর্থিক অনাটনের কারণে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়ে থাকে তারা। আর মানসিক প্রতিবন্ধীদের আনন্দ দিতে এলাকার ৫০ জন সুবিধাবঞ্চিত মানসিক প্রতিবন্ধীদের নিয়ে আনন্দ ভ্রমণ ও বনভোজনের ওই ব্যতিক্রমী আয়োজন করা হয়। দুপুরে ৫৯ জন মানসিক প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা বনভোজনে অংশ নিয়ে দুপুরের খাবার খায়। খাবার তালিকা ছিল মাংস বিরিয়ানী।

পরে বিকেলে কুইজে অংশ নেয়া মানসিক প্রতিবন্ধীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত প্রত্যেককে টি-শার্ট, লুঙ্গি ও কম্বল দেওয়া হয়।

(একে/এসপি/মার্চ ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test