E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাই সফরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস 

২০২৩ মার্চ ০৫ ১৮:৫৬:১০
কাপ্তাই সফরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস 

রিপন মারমা, রাঙ্গামাটি : মার্কিন দূতাবাসের অর্থায়নে ও ইউএনডিপির তত্ত্বাবধানে চলমান কয়েকটি প্রজেক্ট পরিদর্শনে কাপ্তাইয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

রবিবার (৫ মার্চ) সকালে সফরের অংশ হিসেবে কাপ্তাই ব্যঙছড়ি বনফুল রেস্ট হাউস আসলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস'কে অভ্যর্থনা জানান রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান। পরে বিভিন্ন প্রজেক্ট এর কার্যক্রমের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় শেষে বনফুল রেস্ট হাউজের সামনে মার্কিন রাষ্ট্রদূত একটি বকুল ফুলের চারা রোপণ করেন
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা শালেহ মোঃ শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সহ মার্কিন রাষ্ট্রদূত এর সাথে সফরে, আসা ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/মার্চ ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test