E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘জয় বাংলা কনসার্ট’ 

২০২৩ মার্চ ০৫ ১৯:০৬:০৯
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘জয় বাংলা কনসার্ট’ 

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ৬ মার্চ সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত 'জয় বাংলা কনসার্ট'। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে এ যাবৎকালের সর্ববৃহৎ ওপেন এয়ার কনসার্ট এই 'জয় বাংলা কনসার্ট' নিয়ে ইতিমধ্যেই গোটা জেলা শহরে বিভিন্ন মহলসহ তরুণ তরুণীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজের যৌথ আয়োজনে দিনব্যাপী এই জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানা গেছে।

এতে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্যান্ডদল মাইলস, মাকসুদ ও ঢাকা ওয়ারফেজ, চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ, জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান এবং চট্টগ্রামের সেরা গায়ক অপু। বিশাল আকারে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় থাকবেন দেশের নন্দিত উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।

আয়োজকেরা জানিয়েছেন, বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়ায় এ যাবৎকালের সর্ববৃহৎ এই জয় বাংলা কনসার্টটি,শুরু হবে দুপুর ঠিক ২-টায়। আর সেটি বিরতিহীনভাবে চলবে রাত ৯ টা পর্যন্ত। তবে অনুষ্ঠান শুরু হওয়ার দুইঘন্টা আগেই অনুষ্ঠানস্থল জেলার ঐতিহাসিক নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের গেইট খুলে দেয়া হবে দুপুর ১২টায়।

আয়োজকদের অন্যতম প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সন্তান, জেলার সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ডা. আশীষ চক্রবর্তী জানান, 'জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিবস উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইউনিভার্সেল মেডিকেল কলেজের যৌথ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে এই প্রথম এতটা বৃহৎ কলেবরে 'জয় বাংলা কনসার্ট'টি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনসার্টটি যাতে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে শেষ হতে পারে, সেজন্য আমরা দলমত নির্বিশেষে সংস্কৃতির পাদপীঠ খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসির সর্বত সহযোগিতা ও সুপরামর্শ কামনা করছি।'

তিনি আরও বলেন, 'এই জয়বাংলা কনসার্টের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার শিল্প সাহিত্য ও সংস্কৃতিকে আমরা শুধু দেশেই নয়, দেশ থেকে বিশ্বময় ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জাতির জনকের সত্যিকারের সোনার বাংলা বিনির্মানে এ দেশের সৃজনশীল তরুণ প্রজন্মনকেও উপযুক্ত করে গড়ে তুলতে চাই।'

এক প্রশ্নের জবাবে তরুন চিকিৎসক এই ডা. আশীষ চক্রবর্তী বলেন, 'এ বছর ৭ মার্চের দিনে পবিত্র শবেবরাত পড়ে যাওয়ায়, আমরা একদিন এগিয়ে নিয়ে এসে আজ ৬ মার্চ এই জয় বাংলা কনসার্টটি আমাদেরকে আয়োজন করতে হয়েছে। আশা করছি, কনসার্টটি সবার কাছে বেশ উপভোগ্য হবে।'

এদিকে এই টোটাল ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান, ফ্যাক্টর থ্রি সলিউশনস এর সিইও মো. সাহেদ হোসেন জানান, 'ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দিক নির্দেশনায় গত কয়েকদিন ধরে একদল কর্মীর দিনরাত পরিশ্রমের ফলে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের অনুষ্ঠান স্থলটিকে সেরকম এক নান্দনিক ও দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। আয়োজনটিকে সফল ও সার্থক করতে আমাদের সকল প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।'

(জিডি/এসপি/মার্চ ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test