E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে রাজু হত্যা মামলায় জসিম মোল্লার ফাঁসি

২০২৩ মার্চ ০৫ ১৯:১০:১২
ফরিদপুরে রাজু হত্যা মামলায় জসিম মোল্লার ফাঁসি

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি দাস পাড়ার রাজু কুমার সাহা হত্যা মালায় আসামী মো. জসিম মোল্যাকে ফাঁসির আদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার অশোক কুমার দত্ত এ রায় প্রধান করেন । রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। আসামী মো. জসিম মোল্যা, রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৃত মজিদ মোল্যা ছেলে।

মামলার বিবরনীতে জানা যায়, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মাঝকান্দি দাস পাড়া নামক এলাকায় মৃত সুজিত কুমার সাহার নির্মানাধীন বাড়ীতে ২০২১ সালের ২ জানুয়ারি রাতে বাড়ীর নির্মান শ্রমিক মো. জসিম মোল্যা তার সঙ্গে থাকার কথা বলে রাজু কুমার সাহাকে নিয়ে যায়। ওই রাতে জমিস রাজুকে লোহার রড দিয়ে আঘাত করে (মাথায় ও ঘাড়ে) মেরে ফেলে। এসময় রাজুর সঙ্গে থাকা দুটি স্বর্ণের আংটি, স্বর্ণের ব্রেসলেট, একটি মোবাইল নিয়ে নেয়। পরে তার লাশ শ্রমিকদের ব্যবহারিত টয়লেটের ভেতরে ফেলে দিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় নিহত রাজুর মা অরুনা সাহা ৪ জানুয়ারি মধুখালী থানায় জসিমসহ অপর তিন শ্রমিকের নামে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় তদন্ত শেষে ২০২১ সালের ২৫ মার্চ জমিসকে আসামী করে চার্জশীট আদালতে দাখিল করে মধুখালী থানা পুলিশ।

মামলার দীঘসাক্ষ্য ও শোনানী শেষে আজ ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার অশোক কুমার দত্ত রায় প্রধান করেন ।

ফরিদপুরের জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. নওয়াবউদ্দিন মৃধা জানান, পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় আসামী জসিমের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে আদালত।

(ডিসি/এসপি/মার্চ ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test