E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা 

২০২৩ মার্চ ০৬ ১৮:৩৫:০৭
ফরিদপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাএ শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে চার দফা দাবী আদায়ের লক্ষ্য সংগঠনের আহবায়ক সামচুদ্দিন তালুকদারের সভাপতিত্বে ফরিদপুর শহরস্থ আইডিইবি মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাএ শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ফরিদপুর অঞ্চল) সহ সভাপতি একেএম আমিনুল ইসলাম মিন্টু, জেলা কমিটির সদস্য সামছুল আলম মনির ।

সভায় বক্তারা তাদের বক্তব্য, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠানসমূহের শিক্ষক স্বল্পতা, শ্রেনীকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি, ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং কোর্সকে হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ অবিলম্বে বন্ধসহ, মাননীয় প্রধান মন্ত্রীর সদয় প্রতিশ্রতি অনুযায়ী ডিপ্লোমা ইন্জিনিয়ারদের স্পেশাল ইনকিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরন, সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরতদের দ্রুত পদোন্নতির দাবী জানান।

(ডিসি/এসপি/মার্চ ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test