E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউনিয়ন পরিষদ নির্বাচন

নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা ফরিদপুরে

২০২৩ মার্চ ০৬ ১৮:৩৭:২৮
নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা ফরিদপুরে

দিলীপ চন্দ, ফরিদপুর : আগামী ১৬ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ‌সকালে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দিন হলে ফরিদপুর সদর উপজেলার এগারটি ইউনিয়নে প্রার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে রিটানিং অফিসার সকল ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ফরিদপুর।উপজেলা নির্বাচন অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সদর সার্কেল) বিপুল চন্দ্র দাস,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এম,এ জলিল সহ উপজেলা রির্টানিং অফিসারবৃন্দ।

এসময় উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও সাধারণ সদস্য পদে প্রতিদন্দি প্রার্থীগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার, সব ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে বক্তারা আশ্বাস দেন।

(ডিসি/এসপি/মার্চ ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test