E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে চাঁদাবাজি : পুলিশের ছেলে আটক

২০১৪ অক্টোবর ২২ ১৫:২০:০৩
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে চাঁদাবাজি : পুলিশের ছেলে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার সময় মতিউজ্জামান হিরা (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তার ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের কমকর্তা-কর্মচারিরা।

বুধবার দুপুর দেড়টার দিকে শহরের জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আটককৃত মতিউজ্জামান হিরা সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখায় (ডি এস বি) কর্মরত উপ-পরিদর্শক (এস আই) জাহাঙ্গির হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্য্যালয়, পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার বেলা দেড়টার দিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি’র ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে তাদের দুইজনের চাহিদাপত্র (ডিও লেটার) নিজের কাছে থাকার কথা বলে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রবিউল হাসানের কাছে নগদ ১০ হাজার টাকা চাদা দাবি করে সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখায় (ডি এস বি) কর্মরত উপ-পরিদর্শক (এস আই) জাহাঙ্গির হোসেনের ছেলে মতিউজ্জামান হিরা। এর আগেও একই পরিচয়ে ঐ কর্মকর্তার কাছ থেকে ১০ হাজার টাকা চাদা নেয়ায় এবার সন্দেহ হলে ঐ যুবককে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা।

সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

(এসএস/এএস/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test