E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা 

২০২৩ মার্চ ০৮ ১৬:৫২:২২
পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা 

রবিউল ইসলাম, গাইবান্ধা : শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা,ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

৮ মার্চ বুধবার সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলাশবাড়ী টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু,প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, মহিলা কলেজের সহকারি অধ্যাপক তাহমিনা বেগম, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,নারী নেত্রী শিখা আকতার লিপি ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, নারী সংগঠনের নেত্রীগণসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার।

বক্তারা, নারীদের সংসারের পাশাপাশি কর্মমূখি জ্ঞান অর্জনে প্রশিক্ষণ নিয়ে টিম ওয়ারি উদ্যোগ গ্রহনের আহবান জানান।

(আর/এসপি/মার্চ ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test