E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে সমাবেশ উপলক্ষে জামালপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

২০২৩ মার্চ ০৮ ১৭:৩১:৩৯
ময়মনসিংহে সমাবেশ উপলক্ষে জামালপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

রাজন্য রুহানি, জামালপুর : শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সমাবেশকে সফল করার উদ্দেশ্যে জামালপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকালে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি।

এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, যুগ্ম-সম্পাদক সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি, মন্জুরুল ইসলাম লানজু, সরোয়ার হোসেন শান্ত, হেলাল খান, সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, মেলান্দহ উপজেলার পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামান আব্দুন নাসের বাবুল, সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলাইমান হোসেন, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র নুর নবী অপু, মেলান্দহ পৌরসভার মেয়র সফিক জাহেদীন রবিন, সরিষাবাড়ি পৌরসভার মেয়র মনির হোসেন, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা তাঁতি লীগের আহবায়ক অধ্যাপক জাকির হোসেন রুকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মামুন অর রশিদ সরকার স্বপন, জেলা ছাত্র লীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু প্রমুখ।

নেতারা জানান, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে জামালপুর থেকে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ব্যবস্থা থাকবে।

(আরআর/এসপি/মার্চ ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test