E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে নারীরা সমঅধিকার পেয়েছেন’

২০২৩ মার্চ ০৮ ১৮:০৫:৪৮
‘শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে নারীরা সমঅধিকার পেয়েছেন’

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : এক সময় নারীরা এদেশে অবহেলিত ছিলেন। আওয়ামী লীগ দল সরকার গঠন করে শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে আজ নারীরা সমঅধিকার পেয়েছেন। নারীরা আজ বিভিন্ন কর্মকান্ডে সফলতার মুখ দেখছেন। নারীরা আজ বড় বড় জায়গায় কাজ করছেন। নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছেন।

আজ বুধবার দুপুরে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে’ শিরোনামে মাদারীপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপত্বিত করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

মাদারীপুর জেলা প্রশাসন ও মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং মাদারীপুর পৌরসভা, জাতীয় মহিলা সংস্থা, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শামিমা শরমিন, এমপির স্থানীয় প্রতিনিধি আজিজুল হক সিবু খান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার কণা প্রমুখ। এর আগে শহরের স্বাধীনতা অঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(এএস/এসপি/মার্চ ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test