E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাট পৌরসভা নির্বাচন

জনতার মেয়র হতে চান স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ

২০২৩ মার্চ ১২ ১৭:২৬:০৮
জনতার মেয়র হতে চান স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : আগামী ১৬ মার্চ ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট পৌরসভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌরসভা নির্বাচন। উক্ত নির্বাচনে জনতার মেয়র হতে চান স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ। অনুউন্নত পৌরসভার উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে জনগণের দোরগুড়ায় পৌচ্ছে মোবাইল ফোন প্রতীকে ভোট প্রার্থনা করছেন প্রতিদ্বন্ধী স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল হামিদ। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের চলছে উঠান বৈঠক, গনসংযোগ, ডিজিটাল প্রচার প্রচারনায় পৌর শহরে বইছে উৎসব মুখর নির্বাচনী আমেজ। ভোটের হিসাব কষছেন সাধারণ ভোটারসহ প্রতিদ্বন্ধী প্রার্থীগণ। 

আধুনিক পৌরসভা গঠন করতে একান্ত সাক্ষাতকারে এ প্রতিবেদককে আব্দুল হামিদ জানান, রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল হালিম এর সহধর্মিণী ফাতেমা খাতুন’র গর্ভে ১৯৬৩ সনের ২ মার্চ জন্ম গ্রহন করেন। তিনি ঐতিহ্যবাহী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। যুবক বয়স থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংঘঠনের সফল ভাবে দ্বায়িত্ব পালন করেন। পেশায় একজন সফল ব্যবসায়ী।

তিনি আরো জানান, তার রাজনৈতিক জীবন অনেকটাই বৈচিত্র্যময় ১৯৮২-৮৩ সনে বাংলাদেশ ছাত্রলীগ হালুয়াঘাট উপজেলা শাখার (সাবেক) সভাপতি হিসেবে সফল ভাবে দ্বায়িত্ব পালন করেন, তৎকালীন সময়ে তার সাধারণ সম্পাদক ছিলেন বন্ধুবর বর্তমান হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোরর্শেদ আনোয়ার খোকন। বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার দুই বার (সাবেক) সহ-সভাপতি হিসেবে সফল ভাবেও দ্বায়িত্ব পরিচালনা করেছেন। টাঙ্গাইল করোটিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম -আহবায়ক ছিলেন। ন্যাশনাল পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পদে দ্বায়িত্বে ছিলেন দীর্ঘদিন।

১৯৯৬ সনে খালেদা জিয়ার হাত ধরে বিএনপিতে প্রথম যোগদান করেন। বিএনপিতে যোগদানের পর প্রথমে হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য পদ লাভ করেন। পরে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও একাদিকবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য পদ লাভ করেন। হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদের (সাবেক) সফল চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। ২০১৮ সনের ২৯ মার্চ হালুয়াঘাট পৌরসভার প্রথম অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করে অল্পকিছু ভোটের ব্যবধানে ক্ষমতাসীন সরকার দলীয় প্রার্থীর কাছে পড়াজিত হন। আসন্ন ১৬ মার্চের নির্বাচন অবাদ,সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেবেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবী সম্বলিত একটি আবেদন পত্র প্রেরন করেছেন। যার অনুলিপি ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রসাশক, পুলিশ সুপার ময়মনসিংহসহ সরকারের বিভিন্ন দপ্তরে প্রদান করেছেন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনতার ভোটে তিনি বিজয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ বলেন, আমি জনতার মেয়র হতে চাই, কোন দল বা সংগঠনের মেয়র আমি হতে চাই না। তাই সম্প্রতি জেলা বিএনপির সদস্য পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে অংশগ্রহন করছেন।

তিনি আরো জানান, হালুয়াঘাট সদর ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে তিনি একজন পরিক্ষিত জনপ্রতিনিধি ছিলেন। তাই তার কর্মযজ্ঞ সম্পর্কে জনসাধারণ অবগত আছেন। জনগণ এবার পরিবর্তনের শ্লোগান নিয়ে মাঠে নেমেছেন। তিনি বিজয়ী হলে, পৌরসভায় শতভাগ ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করণ, আধুনিক ল্যাম্পপোষ্ট নির্মাণ, পরিচ্ছন্ন নগরায়ন, পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ,আধুনিক গণশৌচাগার নির্মাণ, পৌর এলাকায় অস্থায়ী ডাস্টবিন নির্মাণ,মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত শহীদ মিনার আধুনিকায়, ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে নৈশ্য প্রহরী নিয়োগ এর মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ। শিক্ষায় মেধা বিকাশের জন্য পিএইসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের অনুদান ও বৃত্তি প্রদান করবেন। ব্যবসায়ীদের স্বার্থে পৌরশহরের প্রাণ কেন্দ্রে আধুনিক সুপার মার্কেট নির্মাণের লক্ষ্যে অগ্রণী ভুমিকা পালন করবেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প গ্রহন করবেন। সাধারণ মানুষের টেক্স, কর সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন। কোন নাগরিককে অতিরিক্ত টেক্স প্রদান করতে হবে না। আটো চালকদের প্রতি থাকবে বিশেষ নজর, তারা যেন স্বাচ্ছন্দ্যে ও সহজে পৌরসভা থেকে লাইসেন্স সংগ্রহ করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করবেন।

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে বইছে আলোচনার ঝড়। প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে তার জনপ্রিয়তা ও সমর্থক গোষ্টী । প্রচার প্রচারণায় অংশ গ্রহন করছেন তার সমর্থক গোষ্ঠী, সৎ ও যোগ্য প্রার্থীর মাপকাঠিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ এর মোবাইল ফোন প্রতীক দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ ভোটারদের মনে ঠাঁই করে নিয়েছেন। পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা সহ নানা উন্নয়ন, মাদক মুক্ত সমাজ গঠন, আধুনিক ও ডিজিটাল পৌরসভা গড়তে চান তিনি। জনগনের ভোটে তিনি নির্বাচিত হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। এলাকায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে তার নিবির সম্পর্ক,ভোটারদের মন জয় করে পৌরবাসীর বিশ্বস্থ নগরপিতা হিসাবে নাম লেখাতে আব্দুল হামিদ।

পৌর এলাকার ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, আমরা চাই একজন যোগ্যপ্রার্থী, সৎ ও কর্মঠ এবং ভাল মানুষ যার মাধ্যমে পৌর এলাকার সার্বিক উন্নয়ন সাধিত হবে । মাদক ও নেশা মুক্ত সমাজ গঠিত হবে। সন্ত্রাস মুক্ত আধুনিক পৌরসভা গঠন হবে। মানুষের আস্থার কেন্দ্র বিন্দুতে পরিণত হবে। এমন প্রত্যাশায় নির্বাচনের আশায় দিন গুনছেন পৌরবাসী।

(জেসিজি/এসপি/মার্চ ১২, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test