E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে জাতীয়করণের দাবিতে মাধ্যমিক শিক্ষকদের বিক্ষোভ মানববন্ধন

২০২৩ মার্চ ১৩ ১৭:০৬:১২
মাদারীপুরে জাতীয়করণের দাবিতে মাধ্যমিক শিক্ষকদের বিক্ষোভ মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শিক্ষা জাতীয়করণের দাবিতে মাধ্যমিক শিক্ষকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের পৌরসভা ঈদগাহ ময়দান থেকে জেলাসহ ৫ উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে সহস্রাধিক শিক্ষক একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় এক কিমি. দুরে জেলা প্রশাসকের ক্যাম্পাসে গিয়ে শেষ করেন।সেখানে এক মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আকমল হোসেন, সাধারণ সম্পাদক লালমিয়া জমাদার, সদর উপজেলা সভাপতি কাজী ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাতুব্বর, কালকিনি উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, শিবচর উপজেলা সভাপতি মোঃ সামসুল হক, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, রাজৈর উপজেলা সভাপতি সৈয়দালী মিয়া, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শিকদার, ডাসার উপজেলার সাধারণ সম্পাদক সৈয়দা ইসরাত ইমাম, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষক নেতা মোঃ জাহিদুজ্জামান জাহিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের এক দফা দাবি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়া না হয় ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।’ ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মরকলিপি মাদারীপুর জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন শিক্ষক নেতারা।

(ওকে/এসপি/মার্চ ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test