E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দুধ-ডিম খাওয়ানো উৎসব গোপালগঞ্জে

২০২৩ মার্চ ১৩ ১৮:৪৬:১২
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দুধ-ডিম খাওয়ানো উৎসব গোপালগঞ্জে

গোপালগঞ্জ প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী নতুন প্রজন্ম সৃষ্টিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের দুধ ও ডিমখাওয়ানো উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার পশ্চিম কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ - ডিম খাওয়ানো উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম।

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।

এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা.সুভাষ চন্দ্র পন্ডিত, কোটালীপাড়াউপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, কান্দি ইউপি চেয়ারম্যান তুষার মধু, পশ্চিম কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার রায় বক্তব্য রাখেন। পরে দুইটি বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীকে দুধও ডিম খাওয়ানো হয়।

কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার সিকদার বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ কর্ণধর। তারাই প্রধানমন্ত্রীশেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাদের স্মার্ট করতে নিয়মিত দুধ ও ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দুধ-ডিম শিশুর মেধা বিকাশে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। দুধ ও ডিম খেলেই শিশুরা মেধাবী হবে। তারাই গড়ে তুলবে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ।

(টিবি/এসপি/মার্চ ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test