E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তিন মাস যাবত কর্ণফুলী যুবলীগের সভাপতি পদ শূন্য

নেতারা বলছেন, ‘শিগগরই ভারপ্রাপ্ত সভাপতি, ঈদের পরেই সম্মেলন’

২০২৩ মার্চ ১৭ ১৬:৩৯:২৭
নেতারা বলছেন, ‘শিগগরই ভারপ্রাপ্ত সভাপতি, ঈদের পরেই সম্মেলন’

জে.জাহেদ, চট্টগ্রাম : তিন মাস যাবত কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শূন্য থাকায় দলীয় রাজনীতিতে কিছুটা স্থবিরতা বিরাজ করছে। আর এই ফাঁকা পদ নিয়েই দলটির ভেতর-বাইরে আগ্রহে কমতি নেই। চলছে আলোচনা সমালোচনাও। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই পদে প্রবেশের জন্য তৎপর হয়ে উঠেছেন সহ সভাপতিসহ অন্য নেতারাও।

যদিও কর্ণফুলী উপজেলায় আওয়ামী যুবলীগে সুস্থ রাজনীতির চর্চা নেই বলে অভিযোগ তোলেছেন যুবলীগের তৃণমূল একাধিক নেতাকর্মীরা। হিংসা-বিদ্বেষ ও গ্রুপ রাজনীতিতে দলটির ভীত নড়বড়ে করে তুলেছে। স্বার্থের রাজনীতির প্রভাবে দূর নির্বাসনে গেছে আদর্শের রাজনীতি। যে কারণে গতি নেই দলটির সাংগঠনিক কার্যক্রমেও। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই চলছে উপজেলা আওয়ামী যুবলীগের কার্যক্রম।

মূল নেতৃত্বের কোন্দল সহযোগী সংগঠনগুলোকেও এগোতে দিচ্ছে না। ফলে, ক্লিন ইমেজের নতুন নেতৃত্ব গড়ে উঠছে না। অনেকেই বলছেন কর্ণফুলী রাজনীতিতে দুইজন রহস্য পুরুষ রয়েছে! তাঁরা সব সময় ঝড়ের গতিতে ছাতা ঘুরান। যাতে পরাজয়ের তিলক তাঁদের কপালে না লাগে। এই দুজনকে নিয়ে তৃণমূল নেতাকর্মীদের অনেক আগ্রহ। রাজনীতির নানা কুটকৌশলও তাঁদের ভেতরে বিদ্যমান রয়েছে বলে চায়ের টেবিল কিংবা আলোচনায় প্রাধান্য পায়।

অপরদিকে, করোনা প্রভাবে দীর্ঘদিন কর্ণফুলী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকলেও পরে পরিস্থিতি কিছুটা অনুকূলে আসলেও সম্মেলন শেষ করে ইউনিয়ন কমিটি দিতে পারেনি সোলায়মান-সেলিম কমিটি। এরই মধ্যে গত বছরের ৯ ডিসেম্বর সন্ধ্যায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরীকে সভাপতি এবং উপজেলা যুবলীগের সভাপতি ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সোলায়মান তালুকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কিন্তু ৩ মাস ১০ দিনেও সভাপতির শূন্য পদ পূরণ হয়নি। জানা যায়, ইউনিয়ন সম্মেলন না করে উপজেলা সম্মেলন না করার কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে, তবুও ইউনিয়ন সম্মেলন করতে উপজেলা নেতারা নানা গড়িমসি শুরু করেছেন। দলীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ আগেও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী বৈঠক হয়েছে। এতে দলীয় গঠনতন্ত্রের ১০ ধারা মতে সভাপতির পদটি স্থায়ী ভাবে শূন্য ঘোষণা করা হয়।

ফলে, কর্ণফুলী যুবলীগের সংগঠনকে শক্তিশালী আর গতিশীল করতে সহ-সভাপতির তালিকা জেলায় পাঠানো হয়েছে। যাতে জেলা যুবলীগ সহ-সভাপতির তালিকা হতে একজনকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করেন। বৈঠকে ইউনিয়ন কমিটি গঠনে সম্মেলন করারও সিদ্ধান্ত গৃহিত হয়। যেহেতু এক বছর আগে চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়নে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হলেও এখনো শিকলবাহা, চরলক্ষ্যা ও বড়উঠান ইউনিয়নে সম্মেলন করতে পারেনি উপজেলা যুবলীগ। সাবেক সভাপতি সোলায়মান তালুকদার যুবলীগ ছেড়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় অনেকটা কর্ণফুলী যুবলীগ এতীম বলেও মন্তব্য করেন সিংহভাগ নেতাকর্মী।

যুবলীগ সভাপতির ওই শূন্য পদ কবে পূরণ করা হবে তা নিয়ে দলে চলছে আলোচনা। একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, কেন্দ্রীয় যুবলীগের নেতারা বারবার ইউনিয়ন কমিটি সম্পন্ন করার তাগিদ দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি বর্তমান কর্ণফুলী যুবলীগ।

অপর সূত্র বলছে, চট্টগ্রাম দক্ষিণ বিভাগে সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম ও সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিতে অনেক আগেই নির্দেশনাও দিয়েছেন। যেখানে সুপারিশ রয়েছে কর্ণফুলী-আনোয়ারা চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এমপি’রও । কিন্তু সুকৌশলে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ। ফলে, তৃণমূল যুবলীগের অভিযোগ ভারপ্রাপ্ত সভাপতি দিতেও তাঁরা নানা তালবাহনা শুরু করেছেন।

কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক কে একাধিবার ফোন করেও মন্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম (জহুর) বলেন, ‘দু’একদিনের মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে যে কোন একজনকে দায়িত্ব দেওয়া হবে। ঈদের পরে কর্ণফুলী উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।’

সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী একই সুরে বলেন,‘কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিগগরই কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হবে।’

(জেজে/এসপি/মার্চ ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test