E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেনমোহর জালিয়াতির মামলা

রাণীনগরের কথিত কাজী বেলাল হোসাইন কারাগারে

২০২৩ মার্চ ১৭ ১৬:৪৭:০৮
রাণীনগরের কথিত কাজী বেলাল হোসাইন কারাগারে

নওগাঁ প্রতিনিধি : দেনমোহর জালিয়াতির মামলায় জামিন না মঞ্জুর করে নওগাঁর রাণীনগরের কথিত কাজী বেলাল হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নওগাঁর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১০ (রাণীনগর) এর বিচারক মো: ফয়সাল আহমেদ এই ঘোষনা প্রদান করেন। সম্প্রতি একটি যৌতুক মামলাকে কেন্দ্র করে দেনমোহর জালিয়াতি করার অভিযোগে নওগাঁর ১০নং আমলী আদালত রাণীনগর উপজেলার কথিত নিকাহ রেজিস্ট্রার দাবীকারী বেলাল হোসাইনের বিরুদ্ধে ভুক্তভোগী বাদি হয়ে একটি মামলা দায়ের করে।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য নওগাঁর পুলিশ ব্যুরো অব ইনভেস্টগিকেশন (পিবিআই) কে রহস্য উদঘাটনের নির্দেশনা প্রদান করেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং গোনা ইউপির বিদ্যুতের মেয়ে সুইটি বানুর ১ লাখ ৫০হাজার টাকা দেনমোহর ধার্য্য করে ইসলামি শরিয়ত অনুসারে আত্রাই উপজেলার সাহাগোলা ইউপির মগড়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে জেকের আলীর (৩৫) সাথে ২০২১ সালের মে মাসে বিয়ে রেজিস্ট্রেশন হয়। সংসার জীবনে উভয়ের মধ্যে বনিবনা না হওয়ার এক পযায়ে নওগাঁর ১০নং আমলী আদালতে জেকের আলী’র বিরুদ্ধে যৌতুকের একটি মামলা দায়ের করা হয় (নং-১৫৯ সি/২০২২ রাণী)।

মামলায় দেখা যায়, কথিত নিকাহ রেজিস্ট্রার দাবীকারী বেলাল হোসাইন স্বাক্ষরিত সরবরাহকৃত সার্টিফাইড কপিতে মেয়েকে ২লাখ ৫০ হাজার টাকার দেনমোহর সম্বলিত কাবিননামা আর আসামী পক্ষ জেকের আলীকে দিয়েছেন ১লাখ ৫০হাজার টাকা। উভয় পক্ষের কাবিন নামার মধ্যে মিল না থাকায় গভীর রহস্য ও ষড়যন্ত্র আছে বলে সন্দেহের সৃষ্টি হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ ফয়সাল আহমেদ দেনমোহর জালিয়াতির রেজিস্ট্রার দাবীকারী বেলাল হোসাইনের বিরুদ্ধে নওগাঁর পুলিশ ব্যুরো অব ইনভেস্টগিকেশন (পিবিআই) কে রহস্য উদঘাটনের নির্দেশনা প্রদান করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুবেল বলেন মহামান্য আদালতের নির্দেশনা মোতাবেক আমি মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দিই। সেই মামলার সুনানির তারিখ ছিলো বৃহস্পতিবার (১৬মার্চ)। সেই মামলায় বেলাল জামিনের আবেদন করলে ওই আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, দেনমোহর জালিয়াতি ও প্রতারনার করার অভিযোগে নিকাহ রেজিস্ট্রার দাবীকারী বেলাল হোসাইনসহ ৪ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২মে নওগাঁর পুলিশ ব্যুরো অব ইনভেস্টগিকেশন (পিবিআই) এর পুলিশ পরিদশক শফিকুল ইসরাম পেনাল কোডের ৪৬৪/৪৬৫/৪৬৮/৪৭১/৩৪ ধারায় নওগাঁর ১০নং আমলী আদালতে প্রতিবেদন দাখিল করেন।

(বিএস/এসপি/মার্চ ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test