E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা জনসভায় পরিণত

২০২৩ মার্চ ১৭ ১৯:৪৪:২২
ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা জনসভায় পরিণত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা জনসভায় পরিনত হয়।

ধামরাই যাত্রাবাড়ি মাধব মিন্দর মাঠে বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উৎসব মূখর পরিবেশে নেতা কর্মীরা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নিয়ে এসে অংশ নেয়।

কমলা রঙের ক্যাপ পরিহিত কয়েক হাজার নেতাকর্মী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যোগ দেন। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।

প্রধান অতিথি এম এ মালেক বলেন, সাধারণ জনগণের সাথে যাদের সম্পর্ক নাই, তাদেরকে দল থেকে মনোনয়ন দেয়া হবে না। যে নেতা জামাত শিবিরের সাথে জড়িত সেই নেতার কথা শুনার দরকার নাই বলে ইঙ্গিত দেন। আওয়ামী লীগের লোকজন বর্তমান এমপি বেনজীর আহমদের কথায় ভোট দেয় না।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে তিনি আরো বলেন, আমাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি থেকে সরানোর চেষ্টা করেও পারেন নাই বেনজীর আহমদ। যারা ষড়যন্ত্র করে নেত্রী তাদেরকে মনোনয়ন দিবেন না। বি এনপি জামাত যেন মাথা চারা দিতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে। আলোচনা সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান। অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব আফসার উদ্দিন জিন্নাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য সানাউল হক সুজন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. তারিক হোসেন, জেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুল লতিফ, যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য মাহতাব হোসেন, ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।

এছাড়াও পৌর সভার আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম বাষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন ধামরাইয়ের মেয়র কবীরকে সাথে নিয়ে এমপি বেনজীর আহমদ।পরে আলোচনা সভায় কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম বাষিকী পালন করেছে।

(ডিসিপি/এএস/মার্চ ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test