E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁয়ে জাতির পিতার জন্মদিন উদযাপন

২০২৩ মার্চ ১৭ ১৯:৪৮:২৮
সোনারগাঁয়ে জাতির পিতার জন্মদিন উদযাপন

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।

শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন,দোয়া মোনাজাত,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম'র সভাপতিত্বে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: সামসুল ইসলাম ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,
পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন। আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, আওয়ামী লীগ নেতা এ্যাডঃ ফজলে রাব্বি, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, পৌর মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী নাসরিন সুলতানা ঝরা, বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন বাবুল হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিন সরকার, সনমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদ হাসান জিন্নাহ, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসিরউদ্দিন, শেখ এনামূল হক বিদ্যুৎ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ,আবু সাঈদ, পৌরসভার যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ,কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন সহ অসংখ্য নেতাকর্মী।

এর আগে সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং মাদ্রাসার এতিম ছাত্র ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ১০৩ কেজি ওজনের কেক কেটে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে জন্মদিন উদযাপন করেন।

(এসএএইচবি/এএস/মার্চ ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test