E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে আরো ঘর পাচ্ছেন ১১৬ গৃহহীন ভূমিহীন পরিবার 

২০২৩ মার্চ ১৮ ১৮:১৮:০৮
চাটমোহরে আরো ঘর পাচ্ছেন ১১৬ গৃহহীন ভূমিহীন পরিবার 

শামীম হাসান মিলন, চাটমোহর : ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে চাটমোহর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছ: মমতাজ মহল।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহল জানান, চাটমোহর উপজেলায় চতুর্থ পর্যায়ে আরো ঘর পাচ্ছেন ১১৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার । এ নিয়ে মোট ১৮৪ টি পরিবার বাসস্থান হবে। বাকি আরো ৭৮ টি পরিবার দ্রুত ঘর পাবেন।

আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো চাটমোহর উপজেলাতেও ১১৬ টি পরিবারের ঘরের উদ্বোধন করবেন।

এসময় আলোচনায় অংশ নেয়, সহকারী কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ।

আরো জানানো হয়, এ উপজেলায় ২৭৬ জন তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১৮৪ টি পরিবার জমিসহ সেমিপাকা বাড়ি প্রধানমন্ত্রীর নিকট হতে উপহার পেল। অবশিষ্ট ৭৮ টি পরিবার জুনের মধ্যেই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ সেমিপাকা বাড়ি উপহার পাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও জানান, প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ছিল ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা। উপজেলার ৫টি ইউনিয়নে ৪র্থ দফায় ১১৬ টি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। ইউনিয়ন গুলোর মধ্যে রয়েছে হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম, মথুরাপুর ও ফৈলজানা।

(এস/এসপি/মার্চ ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test