E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় মানাপের পদক প্রদান

২০২৩ মার্চ ১৯ ১৭:৪১:০০
নওগাঁয় মানাপের পদক প্রদান

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে পদক প্রদান ও আলোচনা সভা এবং মানাপের কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাবেয়া খাতুন বেলিকে জননী সাহসিকা সুফিয়া কামাল "পদক'' প্রদান করা হয়।

শনিবার সন্ধ্যায় শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুলে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রিড়াঙ্গনে বিশেষ অবদান রাখায় তাকে এই পদক প্রদান করা হয়। পরে সেখানে পরবর্তী করণীয় বিষয়ে এক আলোচনা সভা হয়। এর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পদক প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানাপের জেলা শাখার সভাপতি উত্তম সরকার ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু।

এরপর মানাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ কাইয়ুমের সভাপতিত্বে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২৩ হতে ২০২৫ খ্রি দ্বি-বার্ষিক মেয়াদে এম এ কাইয়ুমকে সভাপতি, উত্তম সরকারকে সাধারণ সম্পাদক ও মোঃ আলম মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। পরে উক্ত নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির উপস্থিত সকলেই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মানাপের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, অধ্যক্ষ মো. মোফাখ্খার হোসেন পথিক, প্রকৌশলী চন্দন দেব, প্রকৌশলী গুরুদাস দত্ত বাবলু, এ্যাড. সরদার সালাউদ্দিন মিন্টু, রতন কুমার সাহা, মানাপের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সোনা, যুগ্ন-সাধারণ সম্পাদক, মোঃ রুবেল পারভেজ, সাংগঠনিক সম্পাদক, মোঃ আলম মিয়াসহ মানাপ সকল জেলা শাখার নেতৃবৃন্দ, মানাপ নওগাঁ জেলা শাখা, ইউনিয়ন শাখা, পৌর শাখা ও বিনাদ নাট্যদলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

(বিএস/এসপি/মার্চ ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test