E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশ্রয়ন-২ প্রকল্পের  ৪র্থ পর্যায়ের জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

২০২৩ মার্চ ২০ ১৬:০৯:৫২
আশ্রয়ন-২ প্রকল্পের  ৪র্থ পর্যায়ের জমিসহ গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

আসাদ সবুজ, বরগুনা : বরগুনা জেলার সকল উপজেলায় আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ন-২ প্রকল্পের উপকারভোগীদের নিকট ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে সোমবার (২০ মার্চ) সকাল ১১ টার সময় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

জেলা প্রশাসক হাবিবুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছেন এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। এ উন্নয়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করে প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ করে জমি ও সেমি-পাকা গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

সারা দেশের ন্যায় বরগুনা জেলার সকল উপজেলাগুলোতেও আশ্রয়ন-২ প্রকল্পের কাজ চলমান রয়েছে। জেলায় ১ম পর্যায়ে ২৩২টি, ২য় পর্যায়ে ৯৭৬টি, ৩য় পর্যায়ে ৮১৭টি ও ৪র্থ পর্যায়ে ৩৮৮টিসহ মোট ২৪১৩টি গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে। জেলায় মোট বরাদ্দকৃত ৩২৪৪টি গৃহের মধ্যে ইতিপূর্বে ১৮৬২টি ঘর উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট ৩য় পর্যায়ের ১৬৩টি ও ৪র্থ পর্যায়ের ৩৮৮সহ মোট ৫৫১ টি জমিসহ গৃহ আগামী ২২মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে বরগুনার বামনা উপজেলাকে জেলার প্রথম ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষনা করা হবে। এছাড়াও জেলায় ৮৩১টি গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক জাফর হাওলাদার, বরগুনা সাংবাদিকইউনিয়নের সভাপতি ইমরান টিটু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসলসহ বরগুনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

(এএস/এএস/মার্চ ২০, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test