E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে সাস’র প্রবালজয়ন্তী বর্ণিল আয়োজনে পালিত

২০২৩ মার্চ ২১ ১৩:১৬:১৫
সাভারে সাস’র প্রবালজয়ন্তী বর্ণিল আয়োজনে পালিত

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে বর্ণিল আয়োজনে পালিত হলো বেসরকারি উন্নয়ন সংস্থা সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এর ৩৫বছরপূর্তিতে প্রবালজয়ন্তী ও মিলনমেলা ২০২৩ অনুষ্ঠান।

সোমবার (২০ মার্চ) দিনব্যাপী সাভার ফুলবাড়িয়া লাজপল্লী কনভেনশন সেন্টারে সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাস এর কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি প্রধান অতিথি হিসেবে শান্তির পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অনুকূল ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মাহবুবুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর, বিএরআরসি’র সাবেক নির্বাহী পরিচালক ড. ভাগ্য রাণী বণিক, কৃষিবিদ সালেহ আহমেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাস এর নির্বাহী পরিচালক হামিদা বেগম। স্বাগত বক্তব্য দেন সাস এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ড. মো: রফিকুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে সাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবালজয়ন্তী উপলক্ষে সাস ৩৭টি শাখার মাঠ পর্যায় থেকে প্রকল্পসহ সকল কর্মীকে একতাবদ্ধ করেছে, যা একটি বিরল অনুষ্ঠান হিসেবে পালিত হচ্ছে। পিকেএসএফ এর বয়স যখন মাত্র দুই বছর তখনি সাস পিকেএসএফ এর সদস্য হয়েছে।

তিনি বক্তব্যে আরও বলেন, পিকেএসএফ এর যে সুশাসন ও শৃঙ্খলা রয়েছে সাস তা ভালোভাবে জানে এবং অনুসরণ করে হাটি হাটি পা পা করে আজ এ পর্যায়ে এসেছে। নমিতা হালদার তার বক্তব্যে আরও বলেন, সরকার প্রতিষ্ঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান পিকেএসএফ, এ প্রতিষ্ঠানটি অনেক স্বল্পমূল্যে প্রান্তিক মানুষের জন্য এত নিবিড়ভাবে কাজ করে বলেই শত শত এনজিও’র কাছে সহযোগী হিসেবে চিহ্নিত হতে পেরেছে যা পিকেএসএসএফ এর বড় স্বার্থকতা।

তিনি বলেন, সাস পিকেএসএফ এর প্রায় সকল প্রকল্পই নীতিমালা অনুসরণ করে অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করে এজন্য তিনি সাসকে আবারও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সমিতি পর্যায়ের সফল উদ্যোক্তা সোনিয়া আক্তার (বিউটি পার্লার ও মৎস্য চাষ), বৃষ্টি (ব্লকবাটিক), রমেছা বেগম (বাঁশের ব্যবসা), ফুলবানু আক্তার শান্তা (ইমিটেশন জুয়েলারি), শাহাজাদী আক্তার (জুটের ব্যবসা), শামছুন্নাহার (সবচি চাষ) ও দেলোয়ারা (বাঁশের টুকরি তৈরি) কে সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র পরিবারের ৯জন মেধাবী ছাত্রছাত্রীকে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং সাস এ ২৫বছর ধরে কর্মরত ৭জন কর্মীকেও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাসটেইনেবল ডেভেল্পমেন্ট গোল (এসডিজি) ও সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস) এর কর্মকান্ড শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় আমন্ত্রিত অতিথি ও সাস এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও থিম সং পরিবেশন এবং ৩৫বছরপূর্তি উপলক্ষে স্মরণিকা বন্ধন উম্মোচন করা হয়। অনুষ্ঠানে সাস এর সাধারণ পরিষদের সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ, সাস এর প্রাক্তন ও বর্তমানের সকল কর্মকর্তা, কর্মী ও সমিতির সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য ও সম্মাননা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও গম্ভীরা পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যা লি সাস প্রধান কার্যালয় থেকে বের হয়ে সাভার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

(টিজি/এএস/মার্চ ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test