E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারের সংবাদ সম্মেলন

২০২৩ মার্চ ২১ ১৭:১৭:০৩
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারের সংবাদ সম্মেলন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না'- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বাংলাদেশের ন্যায় নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জমি ও গৃহপ্রদাণ কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলা সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা।

এসময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি)অশোক বিক্রম চাকমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, উপজেলা কার্যসহকারি মানিক।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাবু লিটন চন্দ্র দাস, আবুল বাসার, আব্দুল বারী বাবলু, মোঃ ইমাম উদ্দিন সুমন, মোজাহিদুল ইসলাম সোহেল, ছানা উল্যাহ প্রমূখ।

সংবাদ সম্মেলনে চৈতী সর্ব বিদ্যা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ, বুধবার দেশব্যাপী ৩য় ও ৪র্থ পর্যায়ের উদ্বোধনযোগ্য অবশিষ্ট গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সুবর্ণচর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে সর্বমোট ৫২৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হচ্ছে।

ইতোমধ্যে ১ম পর্যায়ে ও ২য় পর্যায়ে ১৫১ টি গৃহ তন্মধ্যে বেসরকারিভাবে ১৩ টি গৃহ, এছাড়াও আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকের মাধ্যমে ৭৬ টি গৃহ নির্মাণপূর্বক ভূমিহীন ও গৃহহীনদের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ৩০০ টি ঘরের মধ্যে পশ্চিম উরিরচরে ২০০ টি গৃহ ও পূর্ব চরমজিদে ৮০ টি গৃহের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং দক্ষিণ চরক্লার্কে ১৫ টি গৃহ এবং দক্ষিণ চরমজিদে ০৫ টি গৃহ নির্মাণের কাজ শেষ পর্যায়ে।

তালিকাভুক্ত “ক” শ্রেণির ভূমিহীনদের “উপজেলা টাস্কফোর্স কমিটির” অনুমোদনক্রমে বন্দোবস্ত প্রদান করা হয়েছে। ইতোপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ২৭৬ টি গৃহ উদ্বোধন করা হয়েছে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৩য় পর্যায়ের অবশিষ্ট ২৪ টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

সরকারের সকল উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

(এস/এসপি/মার্চ ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test