E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পুবনাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত 

২০২৩ মার্চ ২১ ১৮:৪৪:৩৫
পুবনাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত 

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে পবনাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় পবনাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তদন্তকারী কর্মকর্তা হিসেবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকারের উপস্থিতিতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান, গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট গ্রহণ হয়। এতে ১২ জন ইউপি সদস্যের মধ্যে ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডলের অনাস্থা চেয়ে তাদের ভোটাধিকার প্রদান করেন। চেয়ারম্যান ও বাকী ৩ জন ইউপি সদস্য ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত থাকেন। এতে করে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কার্যকর হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানান।

তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। আশা করছি মন্ত্রণালয় শীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

উপস্থিত পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম বাঁধা প্রদানের অভিযোগ ও ৯ জন ইউপি সদস্য তাদের জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার মহোদয়ের নিকট আবেদনের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইউপি সদস্য বাবু মিয়া, জিল্লুর রহমান ও শাহিনুর বেগম বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। এসময় পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ প্রায় অর্ধশত পুলিশ সদস্য, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারী ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিভিন্ন অভিযোগ তুলে ধরে চেয়ারম্যানের অনাস্থা চেয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।

(আর/এসপি/মার্চ ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test