E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা 

২০২৩ মার্চ ২২ ১৬:৪৬:৫৫
সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা 

সালথা প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরের সালথা উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করেছেন।

বুধবার (২২ মার্চ) সকালে সালথা উপজেলাকে ভূমিহীন - গৃহহীন ঘোষণা করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করার পরে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

এসময় প্রধানমন্ত্রী সারাদেশে ৩৯,৩৬৫ টি ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। একই সাথে ৭টি জেলা ও সালথা উপজেলাসহ ১৫৯টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লিটন আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

(এএন/এসপি/মার্চ ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test