E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জামালপুরে তিন উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত

২০২৩ মার্চ ২২ ১৭:১৪:৫৩
জামালপুরে তিন উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে তিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। উপজেলাগুলো হলো মেলান্দহ, মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জ। একই সঙ্গে ‘মুজিববর্ষ’ উপলক্ষে চতুর্থ ধাপে জমিসহ ঘর দেওয়া হয়েছে আরও ২৪৩টি পরিবারকে। এরমধ্যে ১১৪টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া জামালপুর পৌরসভায় ১১১টি ও সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ১২টি এবং শ্রীপুর ইউনিয়নে ৬টি ঘর হস্থান্তর করা হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয়ভাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানা ফোল্ডারসহ বিভিন্ন কাগজপত্র তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে জামালপুর সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরকতউল্লাহ ও জামালপুর সদর থানার ওসি (অপারেশন) মো. আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সাথে এই বাড়িতে থাকছে দুটি করে শোবার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও নলকূূপ। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

(আরআর/এসপি/মার্চ ২২, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test