E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভার উপজেলাকে “ক শ্রেণীর” ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

২০২৩ মার্চ ২৩ ১৩:৪৪:২৩
সাভার উপজেলাকে “ক শ্রেণীর” ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভার উপজেলাকে “ক শ্রেণীর” ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে দেশের ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেছেন। এর ভিতরে সাভার উপজেলা ‘ক শ্রেণীর’ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষিত হয়েছে।

এর আগে, বুধবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে সারাদেশের সকল উপজেলায় একযোগে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে দুই শতাংশ জমির মালিকানাসহ ৩৯ হাজার ৩শ’ ৬৫টি একক গৃহ হস্তান্তর করেন। সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে এই জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়।

পরে, আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে সাভার উপজেলার ৭২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার মো: ইসমাইল হোসেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তার প্রমুখসহ সাভারের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম বার্তা বাজারকে জানান, আজ (বুধবার) আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে সারাদেশে ৩৯,৩৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতক খাস জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। এসময় ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি।

এ প্রসঙ্গে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ইতিপূর্বে সাভার উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪টি পর্যায়ে ‘ক’ শ্রেণীর তালিকা অনুযায়ী ৩০৮টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়। তাই ‘ক’ শ্রেণীর তালিকা অনুযায়ী কোন ভূমিহীন-গৃহহীন পরিবার না থাকায় এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ কর্তৃক স্ব স্ব ইউনিয়নে ভূমিহীন-গৃহহীন নেই মর্মে প্রত্যয়ন প্রদান করার ফলেই সাভার উপজেলা “ক শ্রেণীর” ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষিত হয়েছে।

মাজহারুল ইসলাম আরও জানান, মাজহারুল ইসলাম বলেন, আজ (২২ মার্চ) সাভার উপজেলায় ৭২টি ভূমিহীন গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহ প্রদান করা হয়েছে। এর মধ্যে ভাকুর্তা ইউনিয়নে ৩৭টি, তেঁতুলঝোড়া ইউনিয়নে ৪টি, সাভার ইউনিয়নে ১২টি, শিমুলিয়া ইউনিয়নে ১২টি এবং বিরুলিয়া ইউনিয়নে ৭টি ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ ঘর পেয়েছেন। জমিসহ ঘর প্রদানের পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের স্থানে সুপেয় পানি, বিদ্যুৎ ও স্যানিটেশনের সুবিধা রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকা জেলার সাভার উপজেলায় ১ম পর্যায়ে ৪১টি, ২য় পর্যায়ে ৫১টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ১২০টি ও ২য় ধাপে ২৫টি সহ মোট ২৩৭টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) ৪র্থ পর্যায়ে ৭২টি সহ সাভারের বিভিন্ন ইউনিয়নে এপর্যন্ত মোট ৩০৮টি ঘর নির্মাণ করা হলো।

উল্লেখ্য, ২২ মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি তিনটি উপজেলায় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা তিনটি হলো- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প এবং বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্প।

(টিজি/এএস/মার্চ ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test