E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্যন্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্তরা পেলেন প্রধানমন্ত্রীর সহায়তার ৮২ লাখ টাকা

২০২৩ মার্চ ২৩ ১৬:৫১:২৮
ক্যন্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্তরা পেলেন প্রধানমন্ত্রীর সহায়তার ৮২ লাখ টাকা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ক্যান্সারসহ ৬ জটিল রোগে আক্রান্তরা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তার ৮২ লাখ টাকার চেক।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগী শাহিদা বেগম, অমল বাকচী,বাদশা মোল্লা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি ২০২২-২০২৩ অর্থ বছরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত গোপালগঞ্জ জেলার ১৬৪ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ৮২ লাখ টাকার চেক বিতরণ করেন।

সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ বলেন, ক্যান্সার সহ ৬ জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ গ্রহন করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমজসেবা অধিদপ্তরের আওতায় আমরা এই টাকা বিতরণ করছি। আগামী ১৫ দিন পর আরো শতাধিক রোগীকে প্রধানমন্ত্রী শেখ হসিনার এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হবে।

সুবিধাভোগী শাহিদা বেগম বলেন, এই টাকা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। এই টাকা চিকিৎসার পেছনে ব্যয় করতে পারব। এই সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

(টিবি/এসপি/মার্চ ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test