E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মহাসড়কের একাংশে অবৈধ দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র’

২০২৩ মার্চ ২৩ ১৮:০৪:২৫
‘মহাসড়কের একাংশে অবৈধ দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন উদ্যোগে স্বাগত জানাচ্ছেন সাধারণ জনগন। অপরদিকে একটি অসাদু চক্র হকারদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তারই এক উদাহরন স্বরূপ সিদ্ধিরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশকে ম্যানেজ করতে শিমরাইল মোড়ের সার্ভিস রোডের দুই শতাধিক দোকানদারদের ৫ হাজার টাকা দেয়ার জন্য হুমকি দিয়েছে ইলিয়াস বাহিনীর প্রধান মাসুদ ওরফে বডিগার্ড মাসুদ ও বাইট্টা সাদ্দাম। গত বুধবার শিমরাইলের ফুটপাতের দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিনসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও সদস্যরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন, উচ্ছেদের রাতেই ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াসের দুই সহযোগী বডিগার্ড মাসুদ ও বাইট্টা সাদ্দাম আমাদের বলে ৫ হাজার টাকা করে না দিলে দোকান খুলতে দিবে না। সামনে রমজান, পুলিশকে টাকা না দিলে একটা দোকানও বসতে দিবে না। তাই সবাই কাউন্সিলরের অফিসে টাকা দিয়ে আসতে। এমনিতেই দোকান ভাঙ্গার জন্য অনেক ক্ষতি হয়েছে। আবার এত টাকা কোথায় পাব। রমজানে ব্যবসা না করতে পারলে আমরা কোথায় যাব।

ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াস বলেন, আমি জানিও না কোথায় কি উচ্ছেদ করেছে। মাসুদকে একথা আমি কখনো বলিনি। আমি এখন সিলেটে আছি।

খোজঁ নিয়ে জানা যায়, শিমরাইল মোড়ের ফুটপাথ থেকে লিয়ন তার বাহিনীর সদস্য মাল্টিপারপাস মাসুদ, সাদ্দাম ও সাইফুলসহ কয়েকজন চাঁদাবাজ দিয়ে প্রতিমাসে ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা চাঁদা উত্তোলন করতো। এতে ওই সার্ভিস রোডে সবসময় যানজট লেগেই থাকতো। সেজন্য হাইওয়ে পুলিশ ঈদকে সামনে রেখে যানজট মুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালায়।

এ বিষয়ে মাসুদ রানা ওরফে বডিগার্ড মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, কোন হকার যদি আমার নাম উল্লেখ করে, তাকে আমার ছবি দেখিয়ে বলেন আমাকে চিনে কিনা। আমাকে কেন ফোন করেছেন আমি স্ট্যান্ডে (শিমরাইল) কখনো যাই নাকি। তিনি আরও বলেন, আমি পুলিশকে ৫ হাজার টাকা দিয়ে কীভাবে ম্যানেজ করবো। আর কেউ যদি টাকা তুলে থাকে তাহলে তাদেরকে পুলিশের কাছে দিয়ে দেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এমন অভিযোগ অস্বীকার করে বলেন, থানা পুলিশ এমন কিছুর ধারে কাছেও নাই। ওদেরকে ধরে (মাসুদ ও সাদ্দামকে) বেধেঁ আমাকে ফোন দিন। আর ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করলে সাথে সাথে ব্যবস্থা নেব।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, আমরা কাউকে এমন দায়িত্ব দেইনি। আর কারো কাছে টাকা চাইলে তারা আমাদের কাছে এসে অভিযোগ করুক।

তিনি আরও বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ দোকানপাট গড়ে তুলেছিল একটি চক্র। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখাতে বুধবার সেসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ঈদকে সামনে রেখে যানজট মুক্ত রাখাতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

(এস/এসপি/মার্চ ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test