E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে ব্যতিক্রমী আয়োজন 

সাতটি বিদেশী ভাষায় পরিবেশন করা হলো বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ 

২০২৩ মার্চ ২৩ ১৮:১৫:০৪
সাতটি বিদেশী ভাষায় পরিবেশন করা হলো বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর ব্যতিক্রম ধর্মী আয়োজন করলো জেলা প্রশাসন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাতটি বিদেশি ভাষায় ভাষণ উৎসবের আয়োজন ও পুরস্কার বিতরণের আয়োজন করে তারা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সাতটি বিদেশী ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের।

ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সংসদ সদস্য-২ শাহাদাব আকবর লাবু, ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান জেলা, আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা পৌর মেয়র অমিতাভ বোস, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ
বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সাতটি (ইংরেজী,স্প্যানিশ, ফ্রান্স, জাপানিস, চাইনিজ, হিন্দি, আরবি)বিদেশী ভাষায় উপস্থাপন অনুষ্ঠান উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন ৭টি বিদেশি ভাষায় রচনায় বহির্বিশ্বে মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আন্তর্জাতিকভাবে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি হবে বলে সর্বস্তরের জনগণ মনে করে।

(ডিসি/এসপি/মার্চ ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test