E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ১০৩তম জন্মদিন পালনে আওয়ামী লীগের প্রস্তুতি সভা 

২০২৩ মার্চ ২৪ ১৬:৩০:২৮
শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ১০৩তম জন্মদিন পালনে আওয়ামী লীগের প্রস্তুতি সভা 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পিতা, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ১০৩তম জন্মদিন ২৮মার্চ পালন ও আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মদিন ও ইফতার মাহফিল অনুষ্ঠানের জন্য উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়মী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

সভায় সর্বসম্মতিক্রমে ২৮মার্চ শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মদিন পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ওই দিন ৫ রমজান মঙ্গলবার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল।

প্রস্তুতি সভায় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি নিত্যানন্দ মজুমদার, আব্দুস ছাত্তার মোল্লা, বিপুল দাস, মাইকেল মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, মো. সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা মহিলা আওয়মী লীগ সভাপতি মলিনা রানী রায়, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরকৃষ্ণ হালদার, রমেশ অধিকারী, ইউনুস আলী মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইক, বজলুর রহমান হাওলাদার, চাঁন সেরনিয়াবাত, মীর আশ্রাফ আলীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

(টিবি/এসপি/মার্চ ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test