E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় গণহত্যার দেয়াল পত্রিকা উৎসব 

২০২৩ মার্চ ২৫ ১৮:৩২:২৫
নওগাঁয় গণহত্যার দেয়াল পত্রিকা উৎসব 

নওগা প্রতিনিধি : নওগাঁয় ২য়বারের মতো ভয়াল ২৫মার্চ কালোরাত্রি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়াল পত্রিকায় গণহত্যার কাহিনী তুলে ধরো শীর্ষক এক উৎসব পালিত হয়েছে। আজ শনিবার সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও একুশে পরিষদ নওগাঁর সহযোগিতায় এই দেয়াল পত্রিকা উৎসব পালিত হয়। 

২৫ মার্চ ১৯৭১ সালে এই বোয়ালিয়া গ্রাম ও তার আশেপাশের গ্রামগুলোতে পাকিবাহিনীরা শতাধিক নিরীহ বাঙ্গালীকে নির্মম নির্যাতন ও অত্যাচার করার পর গুলি করে হত্যা করে। সেইদিন অনেকেই গুরুতর আহত অবস্থায় বেঁচে ফিরেন। সেই ভয়াল ২৫মার্চ সম্পর্কে তথ্যগুলো বর্তমান ও আগামী প্রজন্মের কাছে পৌছে দিতে নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ২য়বারের উৎসবের আয়োজন করা। শিক্ষার্থীরা অত্র অঞ্চলে ২৫মার্চ পাকিবাহিনীর তান্ডব চালানো সেই সব স্থান ও গনকবরগুলো সরেজমিনে পরিদর্শন করে এবং বেঁচে যাওয়া মানুষগুলোর সঙ্গে কথা বলে সেই তথ্যগুলো দেয়াল পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছে।

এছাড়া ২৫ মার্চ ও স্বাধীনতা সম্পর্কে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে পৌছে দিতে এমন আয়োজনের কোন বিকল্প নেই বলে মনে করছে আয়োজকরা। উৎসবের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত সরকার, একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী পিন্টু, সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, সহ-সভাপতি এমএম রাসেল, প্রতাপ চন্দ্র, সম্পাদক মনোয়ার হোসেন লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সকল শহীদদের সম্মানে একমিনিট নিরবতা পালন করা হয়। এরপর শিক্ষার্থীসহ উৎসবে আগত সকল দর্শনার্থীরা দেয়াল পত্রিকা উৎসবটি দর্শন করেন। অপরদিকে জেলার পোরশা, সাপাহার ও নিয়ামতপুরে গনহত্যাদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(বিএস/এসপি/মার্চ ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test