E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় টোকেন দিয়ে চাঁদা আদায়কে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, আহত ২

২০২৩ মার্চ ২৫ ১৯:০৯:৫৪
বরগুনায় টোকেন দিয়ে চাঁদা আদায়কে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, আহত ২

আসাদ সবুজ, বরগুনা : বরগুনা আমতলী-পুরাকাটা ফেরিঘাটে যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণের নামে চাঁদা আদায়কে কেন্দ্র ক‌রে সংঘর্ষে ২ জন আহত হ‌য়ে‌ছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে আমতলী ফেরিঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

গুরুতর আহত অবস্থায় পিয়ারা বেগম (৬০), ইমরান (১৮) নামের দুজন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ইমরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসা জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আমতলী-পুরাকাটা ফেরিঘাটে যাবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণের নামে বরগুনা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের টোকেন ধরিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছে রানা, হৃদয়, রাহাত, কাওসার, রহিম, মিন্টুসহ বেশ কয়েক জন।

স্থানীয় আঃ ছালাম ডাকুয়া, মোঃ মোশারেফ ফকির, মোঃ জিয়াসহ আরো চার পাঁচ জন চাঁদা আদায়ে বাঁধা দিলে চাঁদাবাজ রানা, হৃদয়, রাহাত, কাওসার, রহিম মিন্টুসহ আট দশজন লোহার রট, হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে ইমরানের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক কাংখিতা মন্ডল তৃনা বলেন, আহত দু'জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর জনকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(এএস/এসপি/মার্চ ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test