E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে গর্ভবতী ছাগলের মাংস বিক্রির অভিযোগে কসাইকে জেল-জরিমানা

২০২৩ মার্চ ২৫ ২০:০৫:২৫
দিনাজপুরে গর্ভবতী ছাগলের মাংস বিক্রির অভিযোগে কসাইকে জেল-জরিমানা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : চুরি যাওয়া গর্ভবতী ছাগল জবাই করে মাংস বিক্রির অপরাধে দিনাজপুরের বোচাগঞ্জে  এক কসাইকে সাজাসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত কসাই মো. শুভকে বোচাগঞ্জ থানা পুলিশের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছন্দা পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ছাগলের মালিক তরিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার দুপুরে বাড়ির পাশে মাঠে ঘাস খাওয়ার জন্য ছাগল বেঁধে রাখেন। পরে মাঠে গিয়ে দেখেন দড়ি আছে কিন্তু ছাগলটি নেই। ছাগলটি তিন মাসের গর্ভবতী ছিল। সন্দেহ হওয়ায় শনিবার সকালে সেতাবগঞ্জ বাজারে ছাগলটি খুঁজতে যান তিনি।

সেখানে গিয়ে তিনি দেখেন জহুরুল কসাইয়ের দোকানে মো. শুভ নামে আরেক কসাই তার ছাগলটি জবাই করছেন। নিষেধ করতে করতেই তিনি ছাগলটিকে জবাই করে ফেলেন।

সেসময় তরিকুল জানান, এই ছাগলটি তার। শুক্রবার দুপুরে ছাগলটি চুরি হয়ে গেছে। ছাগলের পেটে দুইটা যমজ বাচ্চা আছে। আপনারা দেখতে পারেন। পরে পেট কেটে তার প্রমাণ মেলে।

এ সময় ঝামেলায় না জড়ানোর জন্য কসাই তাকে মীমাংসার প্রস্তাব দেন। কিন্তু তার আগেই জহরুল কসাইয়ের দোকানে গর্ভবতী ছাগল চুরি করে জবাইয়ের বিষয়টি বাজারে ছড়িয়ে পড়ে। কে বা কারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বোচাগঞ্জ থানায় খবর দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ এসে সহযোগী কসাই শুভকে (২১) আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছন্দাপাল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের সাজা প্রদান করেন। ঘটনার সময় জহুরুল কসাই দোকান থেকে পালিয়ে যায়।

(এসএএস/এএস/মার্চ ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test