E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত

২০২৩ মার্চ ২৬ ১৭:৫৫:২৪
বাগেরহাটে মহান স্বাধীনতা দিবস পালিত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাগেরহাটের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুলে ফুলে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

রবিবার (২৬ মার্চ) সকাল ৬টা ১ মিনিটে সদও থানা কমেেপ্লক্স চত্বরে ৩১ বার তোপধ্বনির ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য প্রদানের মাধ্যমে দিবসের কর্মসুচি শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবসহ বিভিন্ন্ রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এ কর্মসুচিতে অংশ গ্রহণ করেন। সকাল স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে স্বাধীনতা উদ্যানে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা ও “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(এস/এসপি/মার্চ ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test