E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা বন্দরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২৩ মার্চ ২৬ ১৭:৫৯:০৫
মোংলা বন্দরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। দিবসটি পালন উপলক্ষে মোংলা বন্দর নানামূখী কর্মসূচী পালন করে। দিবসটির শুরুতে আজ রবিবার ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও বন্দরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। 

মোংলা বন্দর কর্তৃপক্ষ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল সাড়ে ৯টায় স্বাধীনতা চত্বরে মোংলা বন্দরের অবসরপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা কর্মকর্তা ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মোংলা বন্দরের আওতাধীন বন্দর মাধ্যমিক বিদ্যালয় ও পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে চিত্রাঙ্কন ও রজনা প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে বন্দর হাসপাতালের রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বন্দরের সদর দপ্তরসহ গুরূত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জাকরণ এবং নৌযান সমূহ জাতীয় পতাকাদ্বারা সজ্জিতকরণ করা হয়। দুপুরে বন্দর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

(এস/এসপি/মার্চ ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test