E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফরিদপুরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা

২০২৩ মার্চ ২৬ ২০:৫০:০৩
ফরিদপুরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উপলক্ষে  ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন'" শীর্ষক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইয়াছিন কবীরের সভাপতিত্বে রবিবার বিকেল চারটায় স্থানীয় কবি জসিম উদদীন হলে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার, মোঃ শাহজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহানেওয়াজ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্য বলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা পর ইতিহাস বিকৃতসহ বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল কিন্তু খুনীরা জানেনা জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত্যু বঙ্গবন্ধু বেশী শক্তিশালী। স্বাধীনতা বিরোধী শক্তি পুনরায় একএিত হওয়ার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি যুদ্ধের স্ব-পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে স্বাধীনতা বিরোধীদের মোকাবেলাসহ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মরক উপহার দেওয়া হয়।

(ডিসি/এএস/মার্চ ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test