E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে যাত্রীবাহি বাস, আহত ১০

২০২৩ মার্চ ২৮ ১৮:০৮:৫৬
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে যাত্রীবাহি বাস, আহত ১০

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ায় কমপক্ষে ১০জন জখম হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার স্বাদপুর ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৫৫ মিনিটে কালিগঞ্জ থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিরতিহীন এক্সপ্রেস (যশোর-জ-১১-০১৩৫) আটটার দিকে স্বাদপুর ব্রীজের আগে ডান পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বেল্লাল হোসেনের ককশিটের দোকানে ঢুকে পড়ে। এতে বাসটির সামনের অংশের গ্লাস ভেঙে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়। তবে খালে না পড়ে ককশিটের দোকানে ঢুকে পড়ায় এ যাত্রীর মত বেঁচে যায় বাসযাত্রীরা।

আহতদের মধ্যে কালিগঞ্জের খড়মি গ্রামের আজবাহার আলীর ছেলে শহীদুল ইসলাম(৩৬), একই গ্রামের আফছারউদ্দিনের ছেলে মুজিবর রহমান (৪০), আব্দুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৬২), ভদ্রখালি গ্রামের সামছুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫০) ও দক্ষিণশ্রীপুর গ্রামের আমিরউদ্দিনের ছেলে বদরউদ্দিনকে(৭৫) কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তনুশ্রী মল্লিক জানান, আহতরা আদালতে মামলা থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়েই চলে যায়। তবে শহীদুল ইসলাম ও নজরুল ইসলামের আঘাত গুরুতর ছিল বলে জানান তিনি।

(আরকে/এসপি/মার্চ ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test